৫ হাজার টাকা দিয়ে কি শুঁটকি ব্যবসা করা যাবে? করা গেলেও কিভাবে করলে লাভবান হবো?

1 Answers   2.7 K

Answered 2 years ago

প্রথমত সেটা আপনি অনলাইনে বিক্রি করেন। পুজি লাগবেনা। জাস্ট একটা শুটকির দোকানে গিয়ে ভাল মানের কিছু শুটকির ছবি এবং দোকানির সাথে চুক্তিবদ্ধ হয়ে আসবেন। যেমন আমার যদি শুটকি প্রয়োজন হয় আপনার থেকে নিয়ে যাবো। উনি দামেও কম রাখবেন এবং আপনি এনে কয়েকশ টাকা বাড়ায় বিক্রি করতে পারবেন। মোটামুটি একটু সাড়া পেলে আপনি নিজেই শুটকি তৈরির কারখানা থেকে আনতে পারবেন। আর যখন অর্ডার পাবেন শুটকির তখন ১/২ কেজি করে এনে হোম ডেলিভারী দিয়ে দিলেন। ভাল পেলে আবার খুজে নিবে আপনাকে। আর এখন মানুষ টাকা থেকেও পন্যের গুরুত্ব বেশি দেয়। এবং আপনি শুটকি আসাদগঞ্জ থেকে সংগ্রহ করতে পারবেন। ৫ হাজার টাকায় কয়েক কেজি শুটকি পাবেন।

আপনার জন্য শুভ কামনা রইল


Rasel Rana
raselrana
462 Points

Popular Questions