৫ লাখ টাকায় কী কী ব্যবসা করা যায় যে ব্যবসায় ক্ষতি হওয়ার ঝুঁকি কম থাকে?

1 Answers   4.9 K

Answered 1 year ago

যেহেতু আপনার বিনিয়োগ কম সে হিসেবে আমি পরামর্শ দিব stationary item নিয়ে কাজ করতে পারেন। অল্প পুঁজিতে শুরু করা যায় স্টেশনারি। ক্ষতি হবার ঝুঁকি অনেক কম। ছোট জায়গায় স্বল্প পরিসরে এ ব্যবসা শুরু করা যায়। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের আশেপাশের জায়গা নির্বাচন করা উচিত। এসব প্রতিষ্ঠানই মূলত এর ক্রেতা। মূলত পড়ালেখা, অফিস আদালত ও ব্যবসা বাণিজ্যের হিসাব-নিকাশের জন্য প্রয়োজন স্টেশনারি পণ্য। ব্যবসা শুরুর আগে স্টেশনারি পণ্য সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। সচরাচর যেসব পণ্য প্রয়োজন, সেগুলোর মধ্যে রয়েছে কলম, পেনসিল/রঙ পেনসিল, পেনসিল কাটার, পেনসিল বক্স, খাতা/রেজিস্ট্রার খাতা, পেপার কাটার, ডাবল এ পেপার, পাঞ্চ মেশিন, নানা ধরনের ফিতা, স্ট্যাম্প সিল, স্ট্যাপলার, ডেস্ক গ্লোব, গাম, রুলার, ক্যালকুলেটর, খাম, মার্কার পেন/সাইন পেন, ইরেজার, স্কেল, জ্যামিতি বক্স, পেন হোল্ডার, চক, ডাস্টার, হোয়াইট বোর্ড, শ্লেট, পেপার ওয়েট এসব।
রাজধানীর নয়াবাজার, বাবুবাজার ও চকবাজারে তুলনামূলক কম দামে এসব পণ্য পাবেন।

এ ব্যবসার অন্যতম সুবিধা বছরের যে কোনো সময়ে প্রশিক্ষণ ছাড়াই শুরু করতে পারবেন। তবে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এমন ব্যবসায়ীর পরামর্শ মেনে চলা উচিত। স্টেশনারি পণ্য নষ্ট হয়ে যাওয়া কিংবা পচে যাওয়ার ভয় নেই।
আপনার সাফল্য কামনা করি।

Irin Islam
Irin Islam
564 Points

Popular Questions