Answered 2 years ago
পৃথিবীতে প্রত্যেকটা সফল ব্যবসায় পার্মানেন্ট ইনকাম থাকে, এটা নিয়ে কোন সন্দেহ নাই। কারণ তারা যদি পার্মানেন্ট ইনকাম করতে না পারে তাহলে তারা টিকে থাকতে পারবে না। আর পার্মানেন্ট ইনকাম হচ্ছে বিজনেসের চলার একমাত্র শক্তি।
বর্তমান সময় উপযোগী ব্যবসা হচ্ছে
১. ক্লাউড কিচেন যেটা খুবই অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন তারপর
২. ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস
৩. বেকারি বিজনেস
৪. ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি
৫. টি-শার্ট প্রিন্টিং বিজনেস
৬. ডিজিটাল কোচিং
৭. বিজনেস কনসালট্যান্ট
৮. সফটওয়্যার ইনস্টলেশন
৯. আইটি বিজনেস
১০. E-commerce for specific items
১১. ইভেন্ট ম্যানেজমেন্ট
১২. ভাষা শিক্ষা
১৩. খাদ্য ও পুষ্টি পরামর্শদাতা
১৪. স্বাস্থ্য পরামর্শ দাতা
১৫. ধ্যান প্রশিক্ষক
১৬. যোগ প্রশিক্ষক
১৭. ব্যক্তিগত প্রশিক্ষক
১৮. রিটেল
১৯. মাইক্রো ডিস্ট্রিবিউটর
২০. স্যানিটারি প্রোডাক্ট
ইত্যাদি আরো অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে।
আপনি ৫ থেকে ৭ লাখ টাকা বাজেটে বিজনেস করতে চাচ্ছেন যেটা খুবই ভালো মানের একটা বাজেট। যেটা দিয়ে বেশকিছু ইন্ডাস্ট্রিতে ভালো বিজনেস করা যাবে কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে বিজনেস করার আগে বিজনেস এর কিছু নীতি এবং কিছু সাধারণ ধারণা সম্পর্কে অবগত হতে হবে।
যে কোন ব্যবসা করুন না কেন Business Skill গুলো আগে ভাল করে রপ্ত করতে হবে তাহলে আপনি খুব ভালোভাবে অল্প সময়ে মধ্যে আগাতে পারবেন।
যেমন
১. এমন কি ১০ টা সেলস টেকনিক আছে যা আপনি কালকে থেকে প্রয়োগ করলে ব্যবসায় ৪/৫ গুণ Revenue বৃদ্ধি করতে পারবেন?
২. এমন কি ১৫ টা অল্প খরচের মার্কেটিং কলা-কৌশল আছে যা আপনি আপনার ব্যবসায় এখনই ব্যবহার করতে পারবেন?
৩. এমন কি ১০ টা ক্যাশ ম্যানেজমেন্ট কলাকৌশল আছে যা আপনি আপনার ব্যবসায় ব্যবহার করলে সব সময় ক্যাশ সমৃদ্ধি থাকবেন অর্থাৎ আপনার ব্যবসায় টাকা সব সময় অতিরিক্ত থাকবে?
৪. এমন কি 10 টেকনিক আছে যা আপনি ব্যবহার করলে আপনার আপনার কাস্টমার আপনার কম্পিটিটর কে বাদ দিয়ে আপনার কাছ থেকে পণ্য কেনা শুরু করবে?
৫. এমন কি ব্যবসায়ীক কলা-কৌশল আছে যা জানলে আপনাকে কোনদিনও বাকিতে এবং ডিসকাউন্টে পণ্য বিক্রি করতে হবে না?
ইত্যাদি আরও নানা ধরনের বিজনেস স্কিল আপনাকে শিখতে হবে এবং নিয়মিত এগুলোর চর্চা করতে হবে।
আজকে পৃথিবীতে যে সমস্ত ব্যবসাসফল তারা প্রত্যেকেই বিজনেসের নীতি কে ফলো করে আজকে তাদের ব্যবসাকে পুরো পৃথিবী জুড়ে সম্প্রসারণ করতে পারছে। আমি যদি উদাহরণ দেই আজকে পৃথিবীতে সেই সমস্ত ব্যবসাসফল যারা তাদের কাস্টমারের সবথেকে গুরুত্বপূর্ণ জ্বলন্ত সমস্যাকে সমাধান করতে পারছে।
আমি যদি উদাহরণ দেই বিদেশি কোম্পানি, ফেসবুক, টুইটার উবার, টেসলা, আলিবাবা, গুগোল, মাইক্রোসফ্ট, শাওমি, স্যামসাং, অ্যাডিডাস, নাইকি এরা সবাই কিন্তু আজকে পৃথিবীতে সফল ব্যবসা করছে তার একটাই কারণ এরা যে সমস্ত প্রোডাক্ট তৈরি করতেছে সেগুলো হচ্ছে প্রবলেম সলভিং প্রডাক্ট।
যদি আমার এই সাজেশন আপনার ভালো লেগে থাকে তাহলে আমার এই পোস্টে Upvote করুন এবং শেয়ার করুন।
ব্যবসা বাণিজ্য সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস এবং কলাকৌশল পেতে অবশ্যই আমাকে অনুসরণ করুন এবং আমার পোস্টগুলো আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এধরনের কলাকৌশলগুলো।
Nayeem Khan publisher