Answered 2 years ago
ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, এবং আপনার পজিশন এবং বাজেট দুটোই মোটামুটি অনেক ভালো আছে একটি সুন্দর ব্যবসা শুরু করার জন্য।
এই বাজেটে আপনি ছোটখাটো বেশকিছু ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করতে পারেন যা খুবই চাহিদা সম্পন্ন এবং আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেতে অবশ্যই পারবেন।
এমনকি আপনি যদি বুঝে শুনে ভালো একটি স্টার্টআপ তৈরি করতে পারেন তাহলে আপনি যা আশা করছেন তার থেকে চার গুণ পাঁচ গুণ মুনাফা অর্জন করতে পারবেন কিন্তু এর জন্য অবশ্যই আপনার থাকতে হবে 100% বিজনেস স্কিল।
আপনার শহর এবং আপনার যে বাজেট আছে সেই অনুযায়ী আপনি দু ধরনের ব্যবসা শুরু করতে পারবেন একটি হচ্ছে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ এর আদলে যে কোন কমোডিটি প্রোডাক্ট বা ভোগ্যপণ্য নিয়ে বিজনেস।
অথবা এমন একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করে একটি স্টার্টআপ শুরু করে দিতে পারেন।
বর্তমান সমসাময়িক কিছু ব্যবসার তালিকা আমি নিচে দিয়ে দিচ্ছি সেগুলো থেকেও আপনি একটি ব্যবসা চালু করে দিতে পারেন।
বর্তমান সময় উপযোগী ব্যবসা হচ্ছে
১. ক্লাউড কিচেন যেটা খুবই অল্প ইনভেস্টমেন্টে শুরু করতে পারবেন তারপর
২. ডিজিটাল প্রোডাক্ট এর বিজনেস
৩. বেকারি বিজনেস
৪. ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি
৫. টি-শার্ট প্রিন্টিং বিজনেস
৬. ডিজিটাল কোচিং
৭. বিজনেস কনসালট্যান্ট
৮. সফটওয়্যার ইনস্টলেশন
৯. আইটি বিজনেস
১০. E-commerce for specific items
১১. ইভেন্ট ম্যানেজমেন্ট
১২. ভাষা শিক্ষা
১৩. খাদ্য ও পুষ্টি পরামর্শদাতা
১৪. স্বস্থ্য পরামর্শ দাতা
১৫. ধ্যান প্রশিক্ষক
১৬. যোগ প্রশিক্ষক
১৭. ব্যক্তিগত প্রশিক্ষক
১৮. রিটেল ই-কমার্স
১৯. মাইক্রো ডিস্ট্রিবিউটর
২০. স্যানিটারি প্রোডাক্ট
ইত্যাদি আরো অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে।
আপনি ৫ থেকে ৭ লাখ টাকা বাজেটে বিজনেস করতে চাচ্ছেন যেটা খুবই ভালো মানের একটা বাজেট। যেটা দিয়ে বেশকিছু ইন্ডাস্ট্রিতে ভালো বিজনেস করা যাবে কিন্তু আমার কথা হচ্ছে আপনাকে বিজনেস করার আগে বিজনেস এর কিছু নীতি এবং কিছু সাধারণ ধারণা সম্পর্কে অবগত হতে হবে।
যে কোন ব্যবসা করুন না কেন Business Skill গুলো আগে ভাল করে রপ্ত করতে হবে তাহলে আপনি খুব ভালোভাবে অল্প সময়ে মধ্যে আগাতে পারবেন।
বিজনেস স্কিলগুলো আসলে আপনাকে যা শেখাবে সেগুলো হলো:
কিভাবে আপনি সহজে রিটার্ন অন ইনভেসমেন্ট বের করে নিয়ে আসতে পারবেন অর্থাৎ যারা টাকা বিনিয়োগ করবেন সেই টাকা খুব তাড়াতাড়ি কিভাবে তুলে নিয়ে আসতে পারবেন?
কিভাবে প্রথম 500 কাস্টমারকে আপনার ব্যবসায় খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন?
কিভাবে আপনি আপনার ব্যবসার জন্য একটি আধুনিক ফাইনান্সিয়াল মডেল তৈরি করবেন যার কারণে আপনি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে থেকে সহজে অর্থায়ন পেয়ে যাবেন?
এমনকি কলা কৌশল ব্যবহার করে আপনার ব্যবসাকে ব্র্যান্ডে পরিণত করবেন যাতে যে কেউ আপনার ব্র্যান্ড সম্পর্কে অবগত থাকবে এবং বেশি বেশি পণ্য ক্রয় করবে?
কিভাবে আপনি ভালো ম্যানপাওয়ার আপনার ব্যবসায় নিয়ে আসবেন এবং তাদেরকে দীর্ঘসময়ের জন্য টিকে রাখবেন কারণ একটি কথা আপনাকে বিশ্বাস করতে হবে সেটি হচ্ছে আপনার জনশক্তি আপনাকে বানাবে শক্তিশালী?
কিভাবে আপনি আপনার ব্যবসাকে মুনাফার মধ্যে রাখবেন এবং সেটা দীর্ঘসময়ের জন্য ধরে রাখবেন?
ইত্যাদি আরো অসংখ্য বিষয় আছে যেগুলো আপনি ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনাকে এগুলো সম্পর্কে অবগত হতে হবে।
এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বেশ কিছু পোস্ট আমি খুব তাড়াতাড়ি এই প্লাটফর্মে পাবলিশ করব তাই আমাকে অনুসরণ করুন এবং আমার পোস্টগুলো ভালো লাগলে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের মাধ্যমে শেয়ার করুন।
কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য এখানে উল্লেখ করুন অথবা কোন প্রশ্ন থাকলে আমাকে ট্যাগ করে প্রশ্ন করুন আমি যেকোনো প্রশ্নের উত্তর খুব তারাতারিই আপনাদের সামনে উপস্থাপন করব।
Harun Khan publisher