৫০ হাজার টাকা দিয়ে কিভাবে প্রতিদিন ১ হাজার টাকা উপার্জন করা যায়?

1 Answers   3.8 K

Answered 2 years ago

দৈনিক ১০০০ টাকা! তাতো টাকা ছাড়াও ইনকাম করা যায়। তবে সেদিকে যাচ্ছি না। তবে ৫০০০০ টাকায় দৈনিক ১০০০ টাকা ধরা প্রায় অসম্ভব।

তবে বাজেট ২০০০০০ হলে অনায়াসে দিন ১০০০ ধরতে পারবেন।

তাই,

ধরি আপনার আছে ৫০০০০

আরে দরকার ১৫০০০০।

প্রথমে আপনার মত ৩ জন শেয়ার দাতা খুজে বের করুন। মূলধন ২০০০০০ হয়েগেলে ব্যবসায় শুরু করতে পারেন।

এবার দিচ্ছি ব্যবসার আইডিয়....

এখন সারা বছর মশার যে উপদ্রব এবং মশার কয়েলের যা চাহিদা তাই আপনি কোনো মেশিনারিজ সপ থেকে (যেমনঃ ইউটিউবে MS মেশিনারিজ থেকে) কয়েল বানানোর মেশিন ও কাঁচামাল সংগ্রহ করে নিজস্ব কারখানায় কয়েল তৈরী করুন। আর চার জন মিলে বিভিন্ন দোকানে মার্কেটিং করুন। নিজের একটি প্রতিষ্ঠানও দাড়িয়ে যাবে পাশাপাশি আপনার দৈনিক ১০০০ টাকা।

Rani Khatun
ranikhatun09
209 Points

Popular Questions