Answered 3 years ago
ভাল প্রশ্ন, এবং এর উত্তরগুলিও অনেক ন্যায্য কারণগুলো বিবৃত করেছে। মূলত, (১) অর্থনৈতিক লাভ, যেটা চাঁদে মানুষ পাঠিয়ে হয়না, (২) ইগোর প্রতিযোগিতা নেই -- আমেরিকা আর সোভিয়েত রাশিয়ার মধ্যে -- সেটাও ঠিক। কিন্তু এগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি শুনেছি সেটা হল গবেষণার জন্যেও মানুষের মহাকাশ ভ্রমণ উপযুক্ত নয়। গভীর মহাকাশ অভিযান (deep space exploration), যেটায় প্রায় এক আলোকবর্ষ দূরের জিনিস নিয়ে গবেষণা করতে হবে, সেখানে মানুষ পাঠিয়ে তো লাভ হবেনা। পুরোটা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমেই করতে হবে, তাই মহাকাশে মানুষ যেতে পারে কি না পারে এটা জেনে বৈজ্ঞানিক দিক থেকেও কোনও লাভ নেই। ভবিষ্যতের গভীর মহাকাশ অভিযানের যাত্রীরা হবেন যন্ত্ররাই -- Interstellar ছবিটার TARS এর মত।
বরং উপযুক্ত প্রশ্ন হতে পারে যে যদি অন্য কোনও গ্রহে বসবাসযোগ্য আবহাওয়া থাকে তাহলে সেখানে পৃথিবীর মানুষকে পাকাপাকিভাবে পাঠিয়ে দেওয়া যাবে কিনা। তবে সেটা এখনো অনেক দূরের ব্যাপার। গবেষণা এখন তাই জরুরি ব্যাপারগুলি নিয়েই।
rahatahmed publisher