Answered 2 years ago
আপনার বাজেট অনুসারে এসার (Acer) ব্র্যান্ডের ল্যাপটপ টা সবচেয়ে ভালো মনে হয়েছে। যার মধ্যে লেটেস্ট সব কম্পনেন্ট ব্যবহার করা হয়েছে।
মডেল- Acer Aspire 3 A315-58 Core i3 11th
প্রসেসর হিসেবে থাকছে Core i3 11th জেনারেশন (বর্তমানে বাজারে 12th জেনারেশন লঞ্চ হয়েছে)
র্যাম হিসেবে থাকছে 8GB 2666Mhz… ল্যাপটপ হিসেবে এর বেশি রেম প্রয়োজন হয় না। তাছাড়া এই বাজেটে ৮-জিবি র্যাম খুব কম সংখ্যক ল্যাপটপেই আছে. থাকলেও অন্য দিক দিয়ে কিছু-না-কিছু কমতি আছে।
স্টোরেজ হিসেবে ১টিবি হার্ডডিস্ক ব্যবহার করা হয়েছে. এখানে আরেকটা সুবিধা আছে. আপনি চাইলে এক্সট্রা এনভিএমই এসএসডি (Nvme SSD) লাগিয়ে নিতে পারবেন। এতে ল্যাপটপ কয়েকগুণ বেশি দ্রুত কাজ করবে… যেটা আমার কাছে সবচেয়ে ভালো দিক মনে হয়েছে।।
ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে … বিল্ট-ইন মাইক্রোফোন সম্বলিত ওয়েব-ক্যাম দেওয়া আছে।
সব মিলিয়ে বলতে গেলে সবদিক দিয়েই পারফেক্ট।
Jannati Khatun publisher