Answered 2 years ago
খুবই দুঃখজনক ঘটনা।
বহু, বহু লোক এভাবেই প্রতারিত হয়েছেন। অনলাইনের মাধ্যমে টাকা রোজগার সম্ভব, যদি সাইটটি নির্ভরযোগ্য হয়।
কিন্তু, অধিকাংশ ক্ষেত্রেই ঠিক আপনার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অনেকেই।
একটা সাধারণ বিষয়, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট থাকলেই যদি রোজগার করা সহজ হয়ে যায়, দেশে বেকার সমস্যা থাকার কথা না, বত্রিশটা ভ্যাকেন্সির জন্য দুইলক্ষ আবেদন জমা পড়ার কথা না।
কাজেই নির্ভরযোগ্য সাইট দেখে চেষ্টা করতে হবে, চটকদারী বিজ্ঞাপনে বিশ্বাস নয়।
উপরে সহজ শব্দটাই একটা সিগন্যাল।
কারণ, অনলাইনে যাঁরা আয় করেন, তাঁরা জানেন এই ব্যাপারটি মোটেও সহজ নয়, কঠিন।
প্রচুর পরিশ্রম করতে হয় তাঁদের।
rakibafsar publisher