Answered 2 years ago
আপনি যদি গ্রামে থাকেন তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি গবাদিপশু যেমন গরু, ছাগল ইত্যাদি ক্রয় করে কাউকে অর্ধেক চুক্তিতে লালনপালন করতে দিন। গ্রামে অনেকেই এভাবে পশুপালন করে। ৩লাখ টাকাতে ৪-৫টা ভালো মানের গরু পাবেন। যেখান থেকে বৎসরে ২টা গরু পেলেও আপনার চাহিদার চেয়েও অধিক লাভবান হবেন।
আর একটা আইডিয়া আছে, সেটাতে রিস্ক নেই কিন্তু আপনার চাহিদার অর্ধেক পাবেন। অর্থাৎ প্রতি মাসে ২৫০০৳ পাবেন। জমি বন্ধক, তিন লাখ টাকা দিয়ে দেড় থেকে দুই বিঘা জমি বন্ধক নিতে পারেন। আবার সেই জমি বিঘা প্রতি বার্ষিক ২০০০০টাকার ভিত্তিতে কাউকে আবাদ করতে দিতে পারেন। এতে আপনার কোনো রিস্ক নেই। আর বছরের শুরুতেই যদি ৩০-৪০টাকা পেয়ে যান তাহলে সেই টাকা আবার অন্য কোথাও ইনভেস্ট করতে পারবেন যেখান থেকে আবার মাসে ৫০০-১০০০টাকা আসতে পারে। তাহলে এভাবে মাসে ৩-৪হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন যেখানে আপনার রিস্কও নাই আবার শ্রমও লাগতেছেনা।
jannatulrabiya publisher