৩ টা ডিসি ফ্যান ও ৫টা ডিসি লাইটের জন্য কত অ্যাম্পিয়ার ব্যাটারি ও সোলার প্যানেল লাগবে?

1 Answers   5.2 K

Answered 1 year ago

আমার জানামতে বাজারে যেই ডিসি ফ্যান পাওয়া যাই সেগুলো ৫ ওয়াট থেকে ৩০ ওয়াট এর মধ্যে হয়। ধরে নিলাম আপনি ২০ ওয়াট এর একটা ডি সি ফ্যান চালাবেন তাহলে ৩*২০=৬০ ওয়াট আর লাইট ধরে নিলাম ১৫ ওয়াট একটা তাহলে ৫*১৫=৭৫ ওয়াট। তাহলে সর্বমোট আপনার প্রয়োজন ৬০+৭৫=১৩৫ ওয়াট। সোলার প্যানেল এর এফিসিএনসি ৮০% ধরা হলে ১৩৫/.৮= ১৬৮.৭৫ ওয়াট এর প্যানেল লাগবে। এগুলো খুব এ সিমপল ভাবে হিসেব করলে পাওয়া যাই। কিন্তু আপনি যদি সারা রাত অ্যান্ড সারা দিন ব্যাটারি ব্যাকআপ সহ চালাতে চান তাহলে আমি বলব মিনিমাম ৩৫০ ওয়াট প্যানেল কিনুন।
Huraira Faika
Hurairafaika
436 Points

Popular Questions