৩ টা ডিসি ফ্যান ও ৫টা ডিসি লাইটের জন্য কত অ্যাম্পিয়ার ব্যাটারি ও সোলার প্যানেল লাগবে?
0
0
1 Answers
5.2 K
0
Answered
1 year ago
আমার জানামতে বাজারে যেই ডিসি ফ্যান পাওয়া যাই সেগুলো ৫ ওয়াট থেকে ৩০ ওয়াট এর মধ্যে হয়। ধরে নিলাম আপনি ২০ ওয়াট এর একটা ডি সি ফ্যান চালাবেন তাহলে ৩*২০=৬০ ওয়াট আর লাইট ধরে নিলাম ১৫ ওয়াট একটা তাহলে ৫*১৫=৭৫ ওয়াট। তাহলে সর্বমোট আপনার প্রয়োজন ৬০+৭৫=১৩৫ ওয়াট। সোলার প্যানেল এর এফিসিএনসি ৮০% ধরা হলে ১৩৫/.৮= ১৬৮.৭৫ ওয়াট এর প্যানেল লাগবে। এগুলো খুব এ সিমপল ভাবে হিসেব করলে পাওয়া যাই। কিন্তু আপনি যদি সারা রাত অ্যান্ড সারা দিন ব্যাটারি ব্যাকআপ সহ চালাতে চান তাহলে আমি বলব মিনিমাম ৩৫০ ওয়াট প্যানেল কিনুন।
Hurairafaika publisher