৩০ বছরের পরে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের কোনো নিয়ম বা উপায় আছে কি?

1 Answers   4.6 K

Answered 2 years ago

ডিরেক্ট শর্ট সার্ভিস কমিশন (স্পেশাল পারপাস) কোর্সের মাধ্যমে শুধুমাত্র কমিশন্ড অফিসার হিসেবে আর্মি মেডিকেল কোরে উচ্চতর ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক অফিসার ও আর্মি ইঞ্জিনিয়ারিং কোরে পি.এইচ.ডি ডিগ্রিধারী অফিসার সরাসরি মেজর র‍্যাংকে (গ্রেড-৫) পশ্চাৎ-প্রবীনতা সহ ৪০ বছর বয়স পর্যন্ত নেওয়া হয়ে থাকে।

এই কোর্সগুলোর সার্কুলার সব সময় দেওয়া হয় না, শুধুমাত্র বাহিনীর প্রয়োজন বুঝে দেওয়া হয়। কোর্সের মেয়াদও হয় খুবই স্বল্পদৈর্ঘ্যের। এই স্পেশাল পারপাস কোর্সের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কোরে যেসকল অফিসারদের কমিশন প্রদান করা হয়, তাঁরা সাধারণত সেনাবাহিনী পরিচালিত এম.আই.এস.টি এবং বাংলাদেশ সামরিক অ্যাকাডেমিতে শিক্ষকতা করে থাকেন। সর্বশেষ মেডিকেল কোরের জন্য ২৭তম ডি.এস.এস.সি (স্পেশাল পারপাস) কোর্সের সার্কুলার দেওয়া হয়েছিল ২০২১ সালে। সাম্প্রতিক সময়ে ইঞ্জিনিয়ারিং কোরে এধরনের সার্কুলার দেওয়া হয় নি।

বি:দ্র: অন্যান্য ডি.এস.এস.সি কোর্স, স্পেশাল বি.এম.এ অথবা লং কোর্সের সাথে স্পেশাল পারপাস কোর্সকে মিলিয়ে ফেলবেন না।

Nahiyan Bin Josim
nahiyan
315 Points

Popular Questions