৩০,০০০ টাকায় শুরু করে ভালো আয় করা যায়, এমন কয়েকটি ব্যবসায়িক পরিকল্পনা কী কী?

1 Answers   5.6 K

Answered 3 years ago

ব্যবসা করার জন্য আপনার মূলধন আছে ত্রিশ হাজার টাকা৷ অনেকে বলতে পারেন যে ত্রিশ হাজার টাকায় এমন কি ব্যবসা করা যায়!

তবে আমি আপনাকে বলছি, ব্যবসা শুরু করার মতো যথেষ্ট টাকা আপনার হাতে আছে৷ আমি আমার প্রথম ব্যবসা শুরু করেছিলাম মাত্র দেড় হাজার টাকা নিয়ে। ভাবছেন দেড় হাজার টাকায় কিসের ব্যবসা?

মার্কেটিং এজেন্সি। আমি দেড় হাজার টাকায় ডোমেইন হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করি। তারপর কয়েকটা সোশ্যাল মিডিয়ায় একাউন্ট ওপেন করি, সেখান থেকে আমার এজেন্সির সার্ভিস বিক্রি করি৷ ব্যবসাটা ভালোই চলছিলো, তবে এটা বন্ধ করে দিতে হয়েছে অন্য এক কারণে। সেসব এখানে না বলাই ভালো।

আমার পরিচিত একটা ছেলে আছে, যে ফেইসবুক পেইজের মাধ্যমে মধু বিক্রি করে৷ যারা চাক ভেঙে মধু সংগ্রহ করে, তাদের থেকে কম দামে কিনে নিয়ে আসে, কৌটায় ভরে ছবি তোলে আপলোড করে। অর্ডার পেলে সেটা কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেয়৷ সে বেশ ভালো পরিমাণে অর্থ আয় করছে এখন। যতদূর জানি, তার মূলধন ছিল দুই হাজার টাকার কম।

আপনার কাছে যেহেতু ত্রিশ হাজার টাকা আছে তাই আপনি চাইলে অনেককিছুই শুরু করতে পারেন৷ এক্ষেত্রে আপনাকে ভাবতে হবে আপনি কোন ব্যাপারটাতে দক্ষ। কোন কাজটা করতে আপনার ভালো লাগবে।

আপনি গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এসইও এর মতো কাজগুলো জানেন? জানা থাকলে একটা আইটি ফার্ম চালু করতে পারেন৷ বর্তমান সময়ে বেশ লাভজনক ব্যবসা।

আপনার এরকম কোন স্কিল নেই? রাস্তার পাশে ভ্যান নিয়ে দাঁড়িয়ে কাপড় বিক্রি করতে পারবেন? কিংবা সবজি? মাছও বিক্রি করতে পারেন।

মাছ বিক্রির একটা ভালো গল্প বলি। আমি একজনের ব্যাপারে জানি যিনি অনার্স পাশ করেছেন। চাকরি না পেয়ে আর পরিবারের দারিদ্রতায় বাধ্য হয়ে মাছ বিক্রি শুরু করেন৷ অন্য দশজন মাছ বিক্রেতার মতো নয়। শুরুটা কেমন ছিলো জানি না কিন্তু এখন উনি খুব ভোরে পনেরোটার মতো বড় মাছ পাইকারি কিনে পনেরোটা ফ্ল্যাটে পৌঁছে দেন৷ উনার ক্রেতা হলো পঞ্চাশ-ষাটটির মতো ফ্ল্যাটের বাসিন্দারা। পনেরোটা মাছ এই কয়েকটি ফ্ল্যাট ঘুরেই বিক্রি করে ফেলেন, আর সকাল নয়টার মধ্যেই বাসায় ফিরে আসেন। উনার কত লাভ হয় জানেন? প্রতিটা মাছ থেকে উনি একশো-দেড়শো টাকা লাভ করেন। এবার আপনি হিসেব করে দেখুন প্রতিদিন পনেরোটা মাছের একেকটা একশো-দেড়শো টাকা লাভে বিক্রি করলে মাস শেষে কত আয় হয়!

আপনার মূলধন যদি পঞ্চাশ লাখ টাকার কম হয় তাহলে কোন কাজকেই ছোট করে দেখবেন না। কর্মচারী রাখবেন, তবে ব্যবসার পুরো দায়িত্ব নিজের কাছেই রাখবেন।

তবে আপনি যদি রাস্তার পাশে দাঁড়িয়ে কাপড়, সবজি বা মাছ বিক্রি না করতে পারেন তাহলে অনলাইনে কিছু একটা শুরু করুন৷ এখন সবকিছুই অনলাইনে বিক্রি হয়, মাছ-সবজিও।

ক্রেতা পন্যের অর্ডার করবে আর আপনি বাসায় পৌঁছে দিবেন। এটুকু না করতে পারলে আপনার ব্যবসা করার দরকার নেই।

Tasfun Khan
tasfinkhan
528 Points

Popular Questions