২ বছর পর বিবাহ করতে চাই। কিভাবে প্রস্তুতি নিতে পারি, যা আমাকে দাম্পত্য জীবনে সুখী রাখতে পারবে?

1 Answers   7.7 K

Answered 1 year ago

আপনার সিদ্ধান্ত সুন্দর। আপনাকে সবচেয়ে বেশী থাকা দরকার সহনশীল ক্ষমতা। মানে আপনার ধৈর্য্যকে বৃদ্ধি করুন। ত্যাগ করার মানসিকতা তৈরি করুন। মিশে থাকার মানসিকতা তৈরি করুন। এবং পরিবারকে ভরণপোষণ করতে পারার মতন আয় করুন।

এসব যদি আগামী দুই বছরের মধ্যে হয়ে যায় তবে আপনি বিয়ে করবেন এবং সন্তুষ্ট থাকবেন আপনার স্ত্রীকে নিয়ে। অবশ্যই স্ত্রী নির্বাচনে যাচাই বাছাই করবেন। শিক্ষা -মেধা, চরিত্র ও পারিপাশ্বিকতা দেখে স্ত্রী নির্বাচন করুন। আশাকরি আপনিও হয়ে উঠবেন সুখীদের একজন।

Rohan Ahmed
rohanahmed
524 Points

Popular Questions