২৫ বছর বয়সের আগে কী কী জানা উচিত?

1 Answers   5.5 K

Answered 2 years ago

১. যৌবনে আপনি একা। কেউ আপনায় তেমন যত্ন নেবে না বা ভালবাসবে না যেমন শৈশবে করেছিল।

২. জীবনে সব কিছুই অনির্দিষ্ট, যে কোন মহূর্তে সব কিছুর পরিবর্তন হতে পারে। তাই আপনার যা আছে সেটাকেই ভালবাসুন।

৩. আপনি জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিবেন যার কারনে আপনার জীবনের অনেক পরিবর্তন আসবে। শক্তিশালী ও বুদ্ধিমানরা এগুলো থেকে শিক্ষা নিবে। দুর্বলরা অন্ধকারে হারিয়ে যাবে।

৪. রোজ রাতে আপনার পাশে যে লোকটা ঘুমায় তার অন্য একটা দিক থাকতে পারে যা আপনি জানেন না। কারন প্রতেকটা মানুষ এক এক জনের জন্য এক এক মুখোশ পরে থাকে।

৫. আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফ কখনো কখনো আপনাকে আরো বেশি একা করে দেয়।

৬. ভাল ব্যক্তি হওয়া গ্যারান্টি দেয় না যে জীবন আপনাকে কঠোর অভিজ্ঞতা থেকে রেহাই দেবে ।

৭. যখন আপনি মাথার বদলে হৃদয় দিয়ে চিন্তা করবেন তখন আপনি বেদনাদায়ক ভুল করে বসবেন।

৮. কখনো কখনো আপনার খারাপ পোষাক আপনার ডিপ্রেশন বাড়িয়ে দিতে পারে আবার একটি ভাল পোষাক আপনায় সুখি করতে পারে। তাই ভাল পোষাক পরুন।

৯.বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মত জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনও সুন্দর জীবন হতে পারে না।

১০. যদি স্বপ্ন দেখতে পারো, তবে তা বাস্তবায়নও করতে পারবে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন।

Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions