২৪ ঘন্টায় একটি জায়গায় কী পরিমাণ বৃষ্টি হয়েছে, তা মাপা হয় কিভাবে?
10
0
1 Answers
10.9 K
0
Answered
3 years ago
পাত্রে পানি ঢালার পর পাত্রটি সমান জায়গায় খাড়া করে রাখতে হবে। তারপর পাত্রের গায়ের দাগের সাথে মিলিয়ে মাপ নিতে হবে। অর্থাৎ বৃষ্টির পানি কাচের পাত্রে ঢালার পর পানি যদি পাত্রের ৩ সেন্টিমিটারের ঘর ছোঁয় তাহলে বুঝতে হবে ঐ স্থানে ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে।
rafirayhan publisher