২---৩ লাখে কী ব্যবসা করা যায়?

1 Answers   12.5 K

Answered 2 years ago

২-৩ লাখে অনেক ধরনের ব্যবসাই করা সম্ভব। বিষয়টা নিয়ে উত্তর দিতে সুবিধা হতো যদি আপনি আপনার নিজের সম্পর্কে কিছু ধারণা দিতেন প্রশ্নের সাথে।

আপনার কাছে যদি ২-৩ লাখ টাকা থাকে ব্যবসায় বিনিয়োগ করার জন্য তাহলে প্রথমে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি কি ব্যবসা অনলাইনে (ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইত্যাদি ব্যবহার করে) নাকি অফলাইনে (দোকান বা অন্য কোনো মাধ্যমে) করতে চান। দুই ক্ষেত্রেই কিছু সুবিধা এবং অসুবিধা আছে। তবে বর্তমান এবং ভবিষ্যৎ এর কথা চিন্তা করে আমার মতে অনলাইন ব্যবসা শুরু করাই ভালো। আপনি চাইলে আপনার ব্যবসাকে দুই ভাবেই চালাতে পারেন।

আপনার এই টাকার মধ্যে আপনি যদি অনলাইন ব্যবসা শুরু করতে চান তাহলে আমার মতে কয়েকটা ভালো ব্যবসা হচ্ছে:

১. মেয়েদের থ্রিপিস (পাকিস্তানের)

২. বিভিন্ন উপহার সামগ্রী

৩. বাচ্চাদের পোশাক-খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য

এই তিনটির ভেতর থেকে আপনি যেকোন একটি বেছে নিতে পারেন। তবে মনে রাখবেন আপনার পণ্য গুলো যেন অবশ্যই মানসম্মত এবং একটু ব্যতিক্রমী হয়। আপনি এসব পণ্য বিভিন্ন আমদানিকারকের নিকট হতে নিতে পারেন এবং দারাজ এর মাধ্যমে বিক্রি করতে পারেন। আপনি চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করেও বিক্রি করতে পারেন।

আপনি যদি অফলাইনে ব্যবসা করতে আগ্রহী হন তাহলে এই টাকায় আপনি ছোট পরিসরে ছাগল বা হাঁসের খামার করতে পারেন। এর জন্য অবশ্য আপনার খামার করার মতো উপযোগী জায়গার প্রয়োজন হবে। আপনার যদি উপযুক্ত জায়গা থাকে তাহলে আপনি শুরু করতে পারেন।

এছাড়া আপনি কোনো উপযুক্ত স্থানে (বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে) একটি দোকান ভাড়া নিয়ে সেখানে ফটোকপি মেশিন এবং একটি কম্পিউটার কিনে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন সেবা প্রদান করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা উপকরণ বিক্রি করতে পারেন

Belal Uddin
belaluddin
391 Points

Popular Questions