২০ হাজার টাকা দিয়ে বর্তমান সময়োপযোগী অনলাইনের কী ধরনের ব্যবসা শুরু করতে পারি?

1 Answers   6.8 K

Answered 2 years ago

অনলাইনে ইনকাম করার 15 টি উপায় :-


YouTube Channel


অনলাইনে টাকা কামানোর সবচেয়ে জনপ্রিয় উপায় গুলির মধ্যে এক হল ইউটিউব চ্যানেল । আপনি পড়াশোনায় ভালো হলে Study Channel, Game খেলায় ভালো হলে Gaming Channel, আর রান্নাবান্নায় ভালো হলে Cooking Channel । বলার মানে হচ্ছে, আপনি যা পারেন তা নিয়েই এক ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন । কয়েকটি Channel আইডিয়া দেখে নেওয়া যাক -


Facts Channel

Book summary

Gaming

Study Channel

Cooking

Vlogging

Tech review

(How to) Channel

Motivational

Song Lyrics

এই টপিক গুলির ওপর ইউটিউব Channel গুলি আপনি শুরু করতে পারবেন । তবে দুটো ভিডিও Upload করার পরই, লক্ষ-লক্ষ ভিউ Expect করে থাকবেন না । ইউটিউব চ্যানেল grow করতে সময় লাগে । Content improve করতে হয় । Analytics দেখে বুঝতে হয়, কোথায় ভুল হচ্ছে । তাই একদিনে হার মেনে যাবেন না । সময় লাগা স্বাভাবিক । "একদিনে সফল হবেন না , কিন্তু একদিন হবেনই!"


ইউটিউবে টাকা আয় করতে চান?


জেনেনিন - ইউটিউব থেকে আয় করার উপায়


Blogging


ব্লগ হলো এক ধরনের ওয়েবসাইট । যার মধ্যে আমরা আর্টিকেল Publish করে থাকি । ঠিক যেমন এই আর্টিকেলটি আপনি পড়ছেন । সেরকমই আপনাকেও নির্দিষ্ট একটি টপিক বা ক্যাটাগরি choose করে আর্টিকেল পোস্ট করতে হবে । অবশ্যই আর্টিকেলটি নিজেকেই লিখতে হবে । অন্য কোন Website থেকে টুকলি করলে আপনি কখনোই সফল হতে পারবেন না । তাই আর্টিকেল নিজে লিখবেন । আর্টিকেল লেখা কোন কঠিন কাজ নয় । তবে লিখতে লিখতে শিখবেন ।


বিশেষ করে বাংলা ভাষায় এখন Blog Site খুবই কম রয়েছে । তাই সুযোগ বিশাল!!!


যখন আপনার ব্লগে ভালো সংখ্যক Visitor আসা শুরু করবে । তখন Google adsense এর মাধ্যমে ad লাগিয়ে টাকা আয় করতে পারবেন ।


ব্লগ থেকে আয় করতে চান?


জেনেনিন ব্লগ থেকে আয় করার উপায়


Domain Flipping


এই ব্যবসায় পা দেওয়ার আগে । আপনাকে domain name কি? কিভাবে কাজ করে? কোন ধরনের ডোমেইনের চাহিদা বৃদ্ধি পেতে পারে । এই ব্যাপারে যথেষ্ট জানকারি নিতে হবে । তবেই আপনি এই ব্যবসা করে ভালো লাভ করতে পারবেন । লোকে 400 টাকায় Domain কিনে তা 7 লক্ষ টাকায়ও বিক্রি করেন আবার কোনও কোনও domain name কোটি টাকাতেও বিক্রি হয়েছে । তাই এই বিজনেসে লাভ অনেক বেশি । তবে ব্যবসায় নামার আগে যথেষ্ট জ্ঞান নিয়ে নেবেন ।


Affiliate Marketing


অনলাইন ব্যবসা গুলির মধ্যে সবচেয়ে লাভজনক এক ব্যবসা হল Affiliate Marketing । এই ব্যবসায় অন্যের Product কে কমিশনের বিনিময়ে বিক্রি করা হয় । clickbank, digistore24 ইত্যাদি নামিদামি Affiliate Program রয়েছে । যেখান থেকে আপনি Product প্রমোট করার জন্য বেছে নিতে পারবেন । আপনি Product টি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ওয়েবসাইট বা যেকোনো প্ল্যাটফর্ম এর মাধ্যমে আপনার link দ্বারা সেল করতে পারলেই, কমিশন পেয়ে যাবেন । কোন কোন ক্ষেত্রে কমিশন 90% অবদি হয়ে থাকে ।


Content Writing


লিখে টাকা কামানোর উপায় হলো Content Writing । মার্কেটে ভাল Content Writer-এর অভাব । শুধু লেখাটা বড় কথা নয়! । লেখার মধ্যে যে ভালোবাসা থাকা উচিত তার অভাব । লেখকের লিখতে ভালো লাগলে viewers-এর পড়তেও ভাল লাগবে । তাই যদি আপনি লিখতে ভালোবাসেন । তাহলে এই ব্যবসার দিকে একবার চোখ ফেলতে পারেন । ব্লগ পোস্ট লেখা থেকে শুরু করে , ইউটিউব ভিডিও Script লেখা । মোটমাট Content Writer এর কাজ অনেক! আপনি যখন Professional Writer হয়ে যাবেন । তখন /word তিন টাকা অবদি চার্জ করতে পারবেন । অর্থাৎ হাজার word-এর আর্টিকেল লিখতে 3000 টাকা ।


Instagram Page


Instagram থেকে টাকা আয় করতে হলে Followers প্রয়োজন । যদি আপনি ইনস্টাগ্রামে কোন ধরনের পোস্ট ভাইরাল হয় । কিভাবে পোস্ট ভাইরাল পাঠাতে হয়, এই ব্যাপারে জানকারি রাখেন । তাহলে ইনস্টাগ্রাম পেজ তৈরি করেও ভালো টাকা আয় করতে পারবেন । যে কোন একটি নির্দিষ্ট niche silect করে ,তাতে engaging post পাবলিশ করে । যদি আপনি 10k engaging Followers gain করতে পারেন । তাহলে paid promotion , sponsorship থেকে আয় করা শুরু করতে পারবেন । লোকে ইনস্টাগ্রাম পেজ থেকে মাসে তিন লাখ টাকা অবদি আয় করে থাকে তাই আপনিও পারবেন ।


Graphic Designing


আরেকটি চাহিদাশীল high paying কাজ হলো গ্রাফিক ডিজাইন । আপনি যদি একটু Creative ধরনের মানুষ হয়ে থাকেন । তাহলে এ ব্যবসার কথা ভাবতে পারেন ।


Instagram পোস্ট থেকে শুরু করে কোম্পানির Logo ডিজাইন । সবেই প্রয়োজন গ্রাফিক ডিজাইনারের । তাই এই কাজের ভবিষ্যতে রয়েছে । Canva app ব্যবহার করেও আপনি মোবাইলের মাধ্যমে এই ব্যবসা শুরু করতে পারবেন । তবে এতে দক্ষ হতে হলে ল্যাপটপ প্রয়োজন । ইউটিউব ভিডিও দেখে খুব সহজেই আপনি কাজ শিখে যাবেন ।


Test User
asdre
176 Points

Popular Questions