২০ টাকা জন প্রতি বাজেটে একটি অনুষ্ঠানের অতিথিদের কিভাবে আপ্যয়ন করতে পারি কী কী আইটেম দ্বারা প্যাকেট করা যায়?

1 Answers   12.4 K

Answered 2 years ago

দুটো কি তিনটে মিস্টি আর ফলের জুস কিংবা সরবত৷

এছাড়া একটা মিস্টি একটা কমদামি কেক ও সরবত কিংবা জুস দিতে পারেন।

আবার একটা ভেজ প্যাটিস, মিস্টি ও সরবত কিংবা জুস দিতে পারেন৷

Asban Khan
asbankhan
357 Points

Popular Questions