Answered 3 years ago
ক্যালকুলেটর ব্যবহার করতে করতে আমরা আসলে আমাদের মাথাটা খেয়েছি। আমি নিজেই ৫+৭ করলে যে ১৩ হয় এটা পরীক্ষার সময় ডাবল চেক করে দেখি ক্যালকুলেটরে। এর কারণ আমরা যন্ত্রনির্ভর হয়ে পড়েছি অনেক এবং নিজের মস্তিষ্কের ব্যবহার কমিয়ে দিয়েছি। এদিকে আগের লোকেরা অধিকাংশ সাধারণ গুণ-ভাগ নিজের মাথাতেই করতো। অনেকে নামতা মুখস্ত থাকতো ২০-২৫ এর ঘর পর্যন্ত। আমার বাবা তো এটা বলে আমাকে প্রায়ই খোঁচা দেয়!
তবে ২০-৩০ বছর আগের কথা তো খুবই সাম্প্রতিক (১৯৯০-২০০০)। ওইসময় খুব আধুনিক ক্যালকুলেটরই পাওয়া যেত কম দামে। তাছাড়া স্কুল-কলেজের বইতে এমন কোন সমস্যা থাকেনা যা ক্যালকুলেটর ছাড়া সমাধান করা যায় না। আমার বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। উত্তর লেখার সময় তিনি কাছাকাছি মাণ লিখলেই নম্বর দিতেন।
rayhanrafi publisher