২০-২৫ হাজার টাকার মধ্যে কয়েকটি ভালো স্মার্টফোনসাজেস্ট করুন?

1 Answers   7.8 K

Answered 2 years ago

এই বাজেটে সব দিক বিবেচনায় আমার কাছে Realme 8 সবচেয়ে ভালো মনে হয়েছে। পারফরম্যান্স প্রেফার করলে ৮ নেন আর ক্যামেরা বেশি প্রেফার করলে Realme 9 নিতে পারেন। বাকি ডিভাইসগুলো তেমন ভ্যালু ফর মানি নয় এখনকার বাজারে। এছাড়া আনঅফিসিয়াল কিনলে Realme 9 pro দেখতে পারেন। Samsung এর ৩০ হাজারের নিচের ফোনগুলোর অবস্থা বেশি ভালো না। আর Xiaomi এর miui প্রচুর পেরাদয়ক।এত টাকা দিয়ে tecno বা Infinix কেনার কোনো কারণও আমি দেখি না । সে হিসেবে realme আমার মতে সেফ অ্যান্ড বেস্ট চয়েজ। বাকিটা আপনার নিজস্ব পছন্দের ব্যাপার


Popy Khatun
popykhatun
473 Points

Popular Questions