Answered 2 years ago
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনা বলা ভুল হবে, বিশ্বকাপ জিতেছে মেসি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে অতিরিক্ত টাইমে গোটজের গোলে পিছিয়ে পড়ে তখন মন ভেঙে ছিলো মাঠের এগারো জন ছাড়া কোটি কোটি সমর্থক। কে ভেবে ছিলো এমন করুন ভাবে পরাজিত হবে মেসি বাহিনী? এক প্রকার রাগ অভিমানে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন, এমন কি জানিয়ে দিলেন জাতীয় দলের হয়ে আকাশী নীল জার্সিতে খেলবেন এলএমটেন। কিন্তু সিদ্ধান্ত বেশি দিন বহাল রইলো না। চলে আসলেন দেশের টানে। ২০২১ ব্রাজিলে শুরু হলো কোপা আমেরিকা। টানটান উত্তেজনা ম্যাচ। শেষ পর্যন্ত ট্রাইবেকারে। গোল বারের দায়িত্ব নতুন দলে আসা এমিলিয়ানো মার্তিনেজ। আহ!!! কি দারুণ ভাবে ঠেকিয়ে দিলেন দুইট পেনাল্টি। জিতলো আর্জেন্টিনা, চলো গের মারাকানায় জয়ের উদ্দেশ্য ফাইনাল। প্রতিপক্ষ ব্রাজিল। কে ভেবে ছিলো ব্রাজিল কে হারাবে ডি-মারিয়া। সে এক চোখ ধাধানো গোল। গোটা ব্রাজিলের চোখে পানি। মেসির জাতীয় দলের হয়ে প্রথম ট্রফি। ২৮ বছরের শিরোপা করা কাটিয়ে কোপা চাম্পিয়ান আর্জেটিনা। তার পর খেলা কোপা চ্যাম্পিয়ান বনাম ইউরোপ চ্যাম্পিয়ান মিলে ফিনালিসিমা। ইটালি কে তিন শুন্য গোলে হারালো আর্জেন্টিনা।চলে আসলো ২০২২ বিশ্ব কাপ। মোস্ট ফেবারিট আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই ২-১ গোলে চরম লজ্জার হার সৌদি আরবের কাছে। ঘুরে দাড়ালো পরের ম্যাচেই। মেক্সিকো কে ২-০ গোলে আর পোল্যান্ড কে ৩-০ গোলে। শেষ ষোলতে অস্ট্রেলিয়া কে ২-১ গোলে,কোয়াটারে নেদারল্যান্ডস কে ট্রাইবেকারে আর সেমি তে ক্রোয়েশিয়া কে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে আর্জন্টিনা। অবশেষে ফ্রান্সের সাথে ফাইনাল। কি এক ফাইনাল??? প্রথম অর্ধে মেসি আর ডি মারিয়ার গোলে এগিয়ে আর্জন্টিনা। ঘুরে দাঁড়ালো ফ্রান্স, ৯০ সেকেন্ডের ব্যবধানে ম্যাচ ঘুরিয়ে দিলেন এমবাপ্পে। দুই দুইটা গোল একাই করে ম্যাচ সমতা করলেন।খেলা গড়ালো অতিরিক্ত টাইমে। আবার ও সেই মেসি গোল করলেন কিন্তু এমবাপ্পে সমতায় ফিরালেন পেনাল্টির মাধ্যমে। খেলা চলে গেল ট্রাইবেকারে। মার্টিনেজের চিরচেনা রুপে ঠেকিয়ে দিলেন কোমেনের শর্ট। পরের শর্ট টা গেল গোল বারের বাইরে। আর্জেন্টিনা জিতলো ৪-২ ব্যবধানে। অবশেষে মেসির হাতে সেই কাঙ্ক্ষিত সোনালী ট্রফি। কে জানতো ৩৬ বছর পর আর্জন্টিনা সেই ট্রফি মেসির হাতে দেখবে। মেসির অপূর্ণনা পূর্ণতা পাবে? কে ভেবেছিল প্রথম ম্যাচে হারা দলটিই বিশ্বকাপ জিতবে?
Shilpi publisher