Answered 2 years ago
* ২০ হাজার টাকা দিয়ে আপনি কাপড়ের ব্যবসা চালু করতে পারেন। অনলাইনে খোঁজ করলে জানতে পারবেন মাত্র ৫ হাজার তাকাতেই হোলসেল রেটে আপনি কাপড় কিনতে পারবেন। আপনি ঘরে বসেই শুরু করতে পারেন কাপড়ের ব্যবসা। এখানেও লাভ প্রচুর। আপনি চাইলেই ২০ হাজার টাকা লাগিয়ে এক মাসে ৪০ হাজার টাকা লাভ করতে পারেন। সুদু মার্কেটিং এর উপর একটু জোর দিতে হবে। এছাড়া ফেসবুক মার্কেট প্লেস ও গুগল এড কে কাজে লাগিয়ে আপনার ইনকামকে বৃদ্ধি করতে পারেন। কাপড়ের ব্যবসায় প্রচুর লাভ। আপনাকে জানতে হবে কোথাথেকে কম টাকায় কাপড় পাওয়া যায়। আপনি যদি জানতে চান আমাকে কমান্ডে লিখতে পারেন। আমি আপনাকে সাহায্য করতে পারি। আমার ইউটিউ চেনেলের এই ভিডিওটা দেখতে পারেন।
* ২০ হাজার টাকা দিয়ে আপনি বই খাতার ব্যবসা করতে পারেন। বই বাজার থেকে বই , খাতা ,পেন ইত্যাদি কমদামে কিনে নিজে দোকান করে বা দোকানে দোকানে বিক্রয় করে ব্যবসা চালু করতে পারেন। বই খাতার ব্যবসায় দারুন লাভ আছে। এ ছাড়াও আপনি আপনার এলাকার কোচিন সেন্টার ও টিউশন সেন্টার গুলিকে ধরতে পারেন। ২০ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে তাকে বৃদ্ধি করুন। যদি সরাসরি মেনুফেকচারের কাছথেকে খাতা,পেন ইত্যাদি তুলতে পারেন তাহলে আপনি অনলাইনেও বিক্রি শুরু করতে পারেন। কম টাকায় বই খাতা বিক্রি একটি দারুন ব্যবসা।
* ২০ হাজার টাকা দিয়ে আপনি ভিজিটিং কার্ড অথবা নেমপ্লেটের ব্যবসা চালু করতে পারেন। প্রত্যেকটা ব্যবসায়িকদের ভিজিটিং কার্ড দরকার আর অফিস গুলির সুন্দর সুন্দর নেমপ্লেটের দরকার। আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় বিভিন্ন অফিস আর ব্যবসা ভিজিট করে কন্টাক তুলতে পারেন। এবং তা ডেলিভারি করে মোটা ইনকাম করতে পারেন।
nirobkhan publisher