১ মাসের বাচ্চার গ্যাসের সমস্যা হলে সহজ এবং প্র্যাকটিক্যালিভাবে এর সমাধান কী?
18
0
1 Answers
8.7 K
0
Answered
2 years ago
যেহেতু বাচ্চার বয়স একমাস সর্ব প্রথম মায়ের খাওয়ার প্রতি নজর দিতে হবে সব সময় সহজ পাচ্য খাবার গুলো গ্রহণ করতে হবে পানি স্বাভাবিক ভাবে পান করতে হবে সবুজ শাক- সবজি খেতে হবে। সাথে সিরাপ নওনেহাল হাফ চা চামুচ করে দিনে দুই বার দিতে পারেন , আশা করি সমাধান পেয়ে জাবেন ইনশাআল্লাহ
abubakkar publisher