১ বছর ল্যাপটপ চালানোর পর কিভাবে ল্যাপটপের যত্ন নিলে ল্যাপটপকে দীর্ঘদিন ভালো রাখা যাবে?

1 Answers   11.1 K

Answered 2 years ago

ল্যাপটপের যত্ন আসলে অনেক ভাবেই করা যায়। তার মধ্যে কিছু হলোঃ


প্রসেসরের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো বন্ধ করে দিন। l

ব্যাটারির কানেক্টরের সংযোগস্থল মাঝেমধ্যে পরিষ্কার করুন। l

কাজ শেষে বিদ্যুৎ সংযোগ থেকে প্লাগ খুলে রাখুন।

কোন সমান্তরাল জায়গায় রেখে কাজ করুন। যেমনঃ কম্পিউটার টেবিল বা ছোট ডেস্ক হতে পারে। তবে হাটুতে রেখে চালাবেন না কখনো।

ল্যাপটপ নিয়ে মুভিং করতেই হতে পারে। তবে চেষ্টা করবেন যেন চাপ না লাগে এমন কোন ব্যাগ ইউজ করা।

ধুলাবালিমুক্ত যায়গায় ল্যাপটপ ইউজ করবেন।

ভালো এন্টিভাইরাস ইউজ করতে পারেন। কারন কিছু ভাইরাস আপনার স্টোরেজ কে নষ্ট করে দিতে পারে।

Bread Rana
breadrana05
298 Points

Popular Questions