১৯৩৬ সালের বার্লিন অলিম্পিক গেম্সের এই ঘটনাটি ঐতিহাসিক হলেও বিরল এবং বিস্মৃত ৷
0
0
1 Answers
12.4 K
0
Answered
1 year ago
সেদিন চান্সেলর এডল্ফ হিটলার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অন্য সহকর্মীদের ও তাদের স্ত্রীদের সঙ্গে ৷ উপভোগ করছিলেন প্রতিটি মুহূর্ত বিশেষ করে জার্মানদের জয়লাভের সময়গুলো। এক মহিলা Carla de Vries কয়েকবারই চেষ্টা করছিলেন হিটলারের কাছে যেতে ও ছবি তুলতে। কিন্তু তাঁর দেহরক্ষীরা কিছুতেই তাঁকে এগোতে দিচ্ছিলেন না ।অনেক চেষ্টার পর ১৫০০ মিটার ফ্রি স্টাইল সাঁতার ইভেন্টের সময় তিনি হঠাৎ রক্ষীদের বেষ্টনী ভেদ করে এগিয়ে গিয়ে হিটলারের সঙ্গে করমর্দন করলেন ও গালে স্নেহচুম্বন দিলেন । সহকর্মীরা হাততালি দিয়ে হিটলারকে উৎসাহিত করলে তিনিও গোটা স্টেডিয়ামের সঙ্গে হাততালি দিয়ে খোস মেজাজে ঘটনাটি গ্রহন করলেন যখন মহিলা তাঁর আসনে ফিরে গেলেন । জার্মান প্রেস ঘটনাটিকে black out করল ৷ফলে স্টেডিয়ামের বাইরের মানুষ প্রায় জানলই না । কিন্তু বিদেশী মিডিয়া ঘটনাটি কে প্রকাশ ও প্রচার করল ভাল ভাবেই ।
Liza Akther publisher