Answered 2 years ago
মানুষ মূলত তিনটি (০৩) কারণে মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ এবং তিনটি বিষয়ই ধর্মীয় আলোকে এবং বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণিত। আসুন জেনে নেওয়া যাক কারণ তিনটি:—
০১:: মানুষের মস্তিষ্ক সর্বোপেক্ষা উন্নত,
০২:: মানুষ কথা বলতে পারে এবং তা অর্থবহ, যা দিয়ে সে ভাব প্রকাশ করে থাকে,
০৩:: মানুষের হাতের বৃদ্ধাঙ্গুল ! যা দিয়ে সহজেই সে গ্রিপ করে শক্ত করে কোন কিছু ধরতে পারে ! (বাদর হনুমান শিম্পাঞ্জি বাদে) অন্য প্রাণী তা পারে না!
খেয়াল করে দেখবেন, এজন্যই বাঁদরকে অনেকে বলে থাকে মানুষের পূর্বপুরুষ, যা ডারউইন এর মতবাদ হিসেবে পরিচিত (বিতর্কিত এবং প্রশ্ন থেকে যায়)
Piku publisher