Answered 2 years ago
প্রথমেই একটা কথা বলে রাখি ছবির কোয়ালিটি কেমন হবে তা কখনোই ক্যামেরার মেগা পিক্সেলের উপর নির্ভর করে না। বেশি মেগা পিক্সেল মানে ছবির সাইজ বড় হবে অর্থাৎ জুম করলেও সেই ছবি pixeleted হবে না অর্থাৎ ফাটবে না। আবার আমরা যেসকল ফোনে দেখি ৪৮/৬৪ মেগাপিক্সেল ক্যামেরা তা কিন্তু সত্যিকারের ৪৮/৬৪ মেগাপিক্সেল নয়। মূল ক্যামেরা সেন্সরের সাইজ ১২/১৬ মেগাপিক্সেল আর পিক্সেল বিনিং টেকনোলজি ব্যাবহার করে ওইটাকে ৪৮ মেগাপিক্সেল করা হয়েছে । দামী ফোনে ক্যামেরায় ভালো সেন্সর ব্যাবহার করা হয়। আর ক্যামেরার অপটিমাইজেশন ভালো ছবির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।আর এই অপটিমাইজেশনের কারণেই দেখবেন iphone বা Google pixel এর ফোনে কম মেগাপিক্সেলের ক্যামেরা থাকা সত্বেও সেরা ছবি পাওয়া যায়। ধন্যবাদ পড়ার জন্য।
mahbubalom publisher