Answered 2 years ago
ডুবে যাওয়ার মত অনেক কারণ রয়েছে কয়েকটি বলছি।
১. মেয়েটি যদি কোনো পোশাক পরে থাকে আর সেটি যদি পানির নিচে কোনো গাছ বা ডালে আটকে যায় তাহলে সেটা ছাড়িয়ে আনা কিছু কিছু ক্ষেত্রে কঠিন।
২. পানির ঘনত্ব যেখানে কম সেখান দিয়ে সাঁতার কাটলে।
৩. পেশিতে টান পড়লে হাত পা ছোরা বেশ কষ্টসাধ্য তাই ভেসে থাকাও কঠিন হয়ে পড়ে।
৪.চেতনা হারিয়ে ফেললে।
৫.খিচুনি রোগ থাকলে
Alia Khatun publisher