১১ হাজার টাকার মধ্যে সবচেয়ে ভালো ব্যাটারির মোবাইল ফোন কোনগুলো?

1 Answers   3.9 K

Answered 2 years ago

বর্তমানে কমবেশি সব স্মার্টফোনেই 5000–6000mAh ব্যাটারি দেওয়া থাকে। যা দিয়ে অনায়াসে 1–2 দিন চলে যায়। সেজন্য টার্গেট করে কোন ব্র্যান্ড নেওয়ার প্রয়োজন নেই ‌‌। আপনার পছন্দমত স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, টেকনো বা অন্য যে কোন ব্রান্ডের ফোন নিতে পারেন। এখনকার সময়ে গড়ে ৯০ শতাংশেরও বেশি ফোন ভালো ব্যাটারি সমৃদ্ধ। শুধুমাত্র আইফোনের ব্যাটারি কিছুটা কমতি থাকে. তবে স্ট্যান্ডার্ড ইউজারদের জন্য ঠিক আছে।

Rabby Khan
khanrabby
325 Points

Popular Questions