১১০ ভোল্ট নাকি ২২০ ভোল্ট, কোনটি মানুষের জন্য নিরাপদ? কেন নিরাপদ?

1 Answers   10.8 K

Answered 2 years ago

আসলে ১১০ ভোল্ট এবং ২২০ ভোল্ট এই দুটোতেই মানুষের শক লাগবে। ৬০-৭০ ভোল্ট অতিক্রম করলেই মানুষের শক লাগা শুরু হয় (AC এবং DC উভয় ক্ষেত্রেই)

তুলনামুলক ১১০ ভোল্ট এ কম শক লাগবে। কারন এতে আপনার শরীরের ভেতর দিয়ে কম কারেন্ট প্রবাহিত হবে। সহজভাবে চিন্তা করলে ২২০ ভোল্টে যদি 10 mA যায় তাহলে ১১০ ভোল্টে 5 mA কারেন্ট প্রবাহিত হবে।


Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions