Answered 2 years ago
"চাচা ফুফা খালা খালু মার্কা" ইতর শ্রেণীর অপ্রভ্যংশ বাংলা থেকে হিন্দি ভাষা অনেক অনেক বেশি শ্রেয়।
তা ছাড়া, হিন্দি আর বাংলা এর গোঁড়া একই। দুটোই এসেছে সংস্কৃত থেকে, দুটোই ইন্দো-ইউরোপিয়ান ভাষার অন্তর্গত।
"হিন্দী সম্প্রসারণবাদী" বলে সত্যি যদি কিসু থেকে থাকে, সেটা আমাদেরই গর্বের বিষয়। তারা আমাদেরই জাত-ভাই । কিছু লোক হতাশ! কারণ হিন্দি ল্যাংগুয়েজ এতটাই জনপ্রিয় যে, "They are simply jealous of Hindi's success"!
রাত দিন হিন্দি মুভি দেখবে আর তাদেরই বদনাম করা এদের মজ্জাগত স্বভাব!
fardinashik publisher