১০০ ওয়াটের বাল্ব প্রতিদিন এক ঘন্টা করে জ্বললে ৩০ দিনে কত ইউনিট পুড়বে?

1 Answers   5.7 K

Answered 1 year ago

১০০ ওয়াটের বাল্ব প্রতিদিন এক ঘন্টা করে জ্বললে, প্রতি দিনে ১০০ ওয়াট হবে। এই বাল্বের উপর ব্যবহৃত বৈদ্যুতিন শক্তির পরিমাণ হলো: ১০০ ওয়াট/ঘণ্টা x ১ ঘণ্টা = ১০০ ওয়াট-ঘণ্টা প্রতি মাসে ৩০ দিন, তাহলে এই বাল্বের দ্বারা ব্যবহৃত বৈদ্যুতিন শক্তির মোট পরিমাণ হলো: ১০০ ওয়াট-ঘণ্টা x ৩০ দিন = ৩,০০০ ওয়াট-দিন এই পরিমাণ বৈদ্যুতিন শক্তির পরিমাণ কিউনিটে পরিণত হতেবে: ৩,০০০ ওয়াট-দিন ÷ ১,০০০ = ৩ ইউনিট তাহলে, এই বাল্ব প্রতিদিন এক ঘণ্টা চালিয়ে ৩০ দিনে ৩ ইউনিট বৈদ্যুতিন শক্তি ব্যবহার করবে।
Aariv
aariv
294 Points

Popular Questions