Answered 2 years ago
এটা অবশ্য আপনার উপর নির্ভর করে যে আপনি কি করবেন। তবে চাকরি করলে আপনি একটি দক্ষতা অর্জন করবেন এবং যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনি হয়ত অনেকটাই সফলতা দেখতে পারেন যেটা চাকরিতে সম্ভব নয় তবে সেখানে ঝুঁকি বিদ্যমান।
তাহলে চলুন যেতে নেই কি এই দুটির মধ্যে কোনটি ভালঃ
ঝুঁকি
এই দুটির মধ্যে কোনটিতে বেশি ঝুঁকি তা আপনারাই ভাল জানেন। তবে আপনার চাকরিতে যে একেবারে ঝুঁকি নাই তেমন না বিষয়টি। ভালোভাবে আপনি যদি ফলাফল না দিতে পারেন তাহলে আপনার চাকরির বয়সও ক্ষণস্থায়ী। তাই যদি যদি আমরা ঝুঁকির কথা বলি সে দিক থেকে ব্যবসায় ঝুঁকি বেশি।
আয়
এখানে ব্যবসা করে আপনি বিপুল পরিমাণে অর্থ রোজগার করতে পারবেন যার ধারনা আপনার নেই। তবে চাকরির ক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট সময় পর পর আপনার বেতন বৃদ্ধি করতে পারবেন। তবে ব্যবসায়ে আপনার অর্থ বৃদ্ধির সাথে সাথে অনেক ঝুঁকিও থাকে।
প্রচেষ্টা
এই বিষয়ে আগেই জেনে নিন যে যদি আপনি ভালোভাবে চাকরি করেন তাহলেও আপনাকে প্রচেষ্টা করতে হবে এবং আপনি যদি ব্যবসা করেন তাহলেও আপনার প্রচেষ্টার প্রয়োজন। তবে পার্থক্য হল এই যে আপনি যদি নিজের প্রতিষ্ঠানে প্রচেষ্টা করেন তাহলে হয়ত তা এক সময়ে অনেক বড় কিছু অর্জন করবে। কিন্তু আপনি যদি চাকরি ক্ষেত্রে এই প্রচেষ্টা করেন তাহলে আপনার পদোন্নতি হবে। তাহলে আপনিই বিবেচনা করুন কোনটি আপনার জন্য বেশি ভাল।
স্বাধীনতা
এই ক্ষেত্রে আপনার হয়ত এখন ব্যবসাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। তবে জেনে নিন যে সেই আপনি যখন আপনার ব্যবসায়ের মালিক হবেন, তখন আপনি চাবেন না যে আপনার প্রতিষ্ঠান বা কর্মক্ষেত্র একদিনের জন্য বন্ধ থাকুক। কারণ, ওই একদিনে আপনি যে অর্থ আয় করতে পারবেন তা থেকে আপনি বিরত থাকছেন এবং ব্যবসায়ের আয় ও গতি থেকেও আপনি পিছিয়ে পড়বেন। এবার যদি আপনি চিন্তা করে দেখেন তবে আপনার কাছে চাকরি বেশি প্রাধান্য পাবে। কিন্তু সর্বশেষ বিবেচনায় ব্যবসা অনেক ভাল।
তাহলে আপনি কি মনে করেন আমাকে কমেন্ট এ জানান। আর একটি সংবাদ আপনাদের জন্য তা হল, বাংলাদেশী ফরেক্স ট্রেডারদের জন্য LiteFinance এর LuckyBD Contest এ আকর্ষণীয় অফার জেতার সুযোগ রয়েছে। যারা যারা উৎসাহী নিচে লিংক থেকে বিস্তারিত জেনে নিন।
rayahan publisher