Answered 2 years ago
ব্যবসা করতে টাকার সংখ্যা টা আমার কাছে বড় বিষয় বলে মনে হয় না। তবে বেশিরভাগ মানুষ ব্যবসার কথা চিন্তা করতে প্রথমে যেটা চিন্তা করে সেটা হচ্ছে পূঁজি। পূঁজি ছাড়া ব্যবসা করতে পারাটাই হচ্ছে আপনার যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ। প্রশ্ন আচ্ছে কিভাবে শুরু করবেন, আপনি কেন ব্যবসা করতে চান এবং কোন ব্যবসা টা করতে চান সেটা আগে ঠিক করতে হবে। পূঁজি কমের কারণে আপনি উৎপাদনমুখি ব্যবসাগুলোর চিন্তা না করে যদি মাধ্যম বৃত্তি ব্যবসা গুলো নিয়ে চিন্তা করেন তাহলে খুব ভাল মানের ব্যবসায় নিজে কে জড়িত করতে পারবে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি।
jannatjara publisher