১টি ফ্রিজ, ৫টি সোলার লাইট, ৪টি সিলিং ফ্যান চালানোর জন্য কত ওয়াটের সোলার প্যানেল দরকার?

1 Answers   13 K

Answered 2 years ago

যেহেতু ফ্রিজ, লাইট ফ্যান, প্যানেল সবই বিভিন্ন ওয়াটেজ এর হয়, আন্দাজে হিসাব দেওয়া সম্ভব না। তবু আপনি নিজেই যাতে হিসাব করে নিতে পারেন, তার ব্যবস্থা করে দিতে পারি।

চলবে যেই যন্ত্রগুলো সেগুলোর মোট ওয়াটেজ যোগ করে বার করুন। খেয়াল রাখবেন, ফ্রিজ বা মোটরে চলা যে কোন যন্ত্র চালু হওয়ার সময় অনেকটা বেশি কারেন্ট টানে। আবার একবার চালু হয়ে গেলে তার কারেন্টও অনেকটাই কম লাগে। তার উপরে ফ্রিজের মোটর সব সময়ে চলে না। ফ্রিজ ঠান্ডা হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজের মোটর বন্ধ হয়ে যায়। আবার কতক্ষণে বন্ধ বা চালু হচ্ছে তা নির্ভর করছে চারিদিকের আবহাওয়ার উপর। তাই ফ্রিজের ওয়াটেজ ও ভাবে বার করা যায় না, সর্বোচ্চ ওয়াটেজের থেকে ৫০০ ওয়াট মত বেশি ধরতে হয়। এইভাবে মোট লোড হিসাব করে নিতে হবে।

সারাদিন, বা সারা মাস বা সারা বছর একইরকম রোদ পাওয়া যায় না। কিন্তু বানিজ্যিক প্রয়োজনে সৌর প্যানেলের বিদ্যুত তৈরি করতে পারবার ওয়াটেজ ক্ষমতা তার সর্বোচ্চ ওয়াটেজের ভিত্তিতে স্থির করা হয়। তাই ১০ ওয়াটের একটি প্যানেল ৫ ওয়াট, ২ ওয়াট, এমনকি ১ ওয়াটও দিতে পারে, কোন ঠিক নেই। তাই যতটা বিদ্যুতের প্রয়োজন তার থেকে ৫ গুণ ক্ষমতার প্যানেল ব্যবহার করতে হবে।

আমার নিজের অভিজ্ঞতা বলে একটি ২০,০০০ এ্যাম্পিয়ার ঘন্টার সৌর পাওয়ার ব্যাঙ্ক কলকাতার ফ্ল্যাট বাড়ির জানলা দিয়ে আসা রোদে পুরো চার্জ হতে প্রায় ৫ দিন সময় নেয়। আমার বাসায় অবশ্য সৌর দিন থাকে ৪ ঘন্টা দৈনিক। বড় প্যানেলে বেশি রোদ পড়লে চার্জিং কিছুটা তাড়াতাড়ি হলেও কম বেশি হতেই পারে। তাই এইখানেও ওয়াটেজ ওয়াট পিক (সর্বোচ্চ) ধরা হয়, এই মানটিকে কমিয়ে ধরা উচিত, গড় মান নির্ণয় করবার জন্য।

হরেদরে প্রয়োজনীয় চাহিদার তিন কি চার গুণ বিদ্যুত উৎপাদনের ব্যবস্থা করা যায় তাহলে সব যন্ত্রই বিনা সমস্যায় চলতে পারবে। শেষ কথা কিন্তু আপনার খরচের সামর্থ্য বলবে।

Aabonti
aabonti
320 Points

Popular Questions