Answered 2 years ago
দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা, সেটি জানতে হলে একই স্থানীয় মান বিশিষ্ট সর্ববামের ঘরে কোন সংখ্যার অংকটি বড় সেটি দেখতে হবে। যেমন: ০৯০৯ এবং ০০৯৯ সংখ্যাদুটির মধ্যে একই স্থানীয় মান বিশিষ্ট সর্ববামের ঘর হলো হাজার এর ঘর। হাজারের ঘরে দুটি সংখ্যাতেই রয়েছে ০। তাহলে, এখন আমাদের দেখতে হবে এরপরের ঘর তথা শতকের ঘর। শতকের ঘরে প্রথম সংখ্যার অংকটি হলো ৯ এবং দ্বিতীয়টির অংক হলো ০। যেহেতু, ০ থেকে ৯ বড়, তাই প্রথম সংখ্যাটি এখানে বড় সংখ্যা। এবার ০৯০৯ এর সাথে ০৯০০ এর তুলনা করে দেখি সর্ববাম থেকে হাজার, শতক, দশক সকল ঘরে একই অংক কিন্তু এককের ঘরে প্রথম সংখ্যায় ৯ কিন্তু দ্বিতীয় সংখ্যায় ০, সুতরাং প্রথম সংখ্যাটি বা ০৯০৯ বড়। এবার ৯০০১ এর সাথে তুলনা করলে দেখতে পাচ্ছি সর্ববামে হাজার এর ঘরে প্রথম সংখ্যায় ০ কিন্তু দ্বিতীয় সংখ্যায় ৯ আছে। তাহলে, দ্বিতীয় সংখ্যাটি বড়।
তাহলে, সব সংখ্যার মধ্যে ৯০০১ বড়।
aminaforid publisher