হ্যাকিং শেখার জন্য কোন কোন প্রোগ্রামিং জানা দরকার? কটুতুকু জানা দরকার? (বিশেষ করে ওয়েবসাইট হ্যাকিং)

1 Answers   3.6 K

Answered 1 year ago

এটির আসল উত্তর ছিল: হ্যাকিং শেখার জন্য কি কি প্রোগ্রামিং জানা প্রয়োজন? ১. প্রশ্নকর্তা আরেকটু নির্দিষ্ট করে বললে ভাল হতো। এখানে প্রোগ্রামিং বলতে "প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ" নাকি প্রোগ্রামিং দিয়ে কিছু তৈরী বোঝাচ্ছে সেটা নির্দিষ্ট নয়। যাইহোক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা শিখবো এবং কয়টা শিখবো এটা নিয়ে আমি আমার পূর্বের একটি উত্তরে বিস্তারিত লিখেছি। আশা করি সেই লেখাটা উপকারী হবে। লিংক : যেকোনো কিছু করতে সক্ষম হওয়ার জন্য একজন সবজান্তা সবকিছুতে-দক্ষ প্রোগ্রামারকে কোন কোন প্রোগ্রামিং ভাষা জানতে হবে? এ Ashraful Alim এর উত্তর ২. হ্যাকিং এর কাজের জন্য গড়পড়তা ভাবে সবাই পাইথন শিখতে বলে থাকে। যদি আপনার একান্তই প্রোগ্রামিং এর কোন ধারণা না থাকে তাহলে এই পাইথন দিয়েই শুরু করুন। তবে একদম শুরু থেকেই হ্যাকিং এর নির্দিষ্ট কোন সেকশন নিয়ে কাজ করার জন্য যদি মনস্থির করে থাকেন, তাহলে নিচের পয়েন্ট গুলো আপনার কাজে আসবে। যদি শুধু সিস্টেম নিরাপত্তা নিয়ে খুব ভাল বুঝতে চান তাহলে সি/সি++ প্রোগ্রামিং শিখুন। এসেম্বলিটাও ভাল কাজে দেয়। যদি শুধু ওয়েব এপ্লিকেশনের নিরাপত্তা নিয়ে শুরু করতে চান তাহলে php শিখুন। যদি মোবাইল সিকিউরিতে আগ্রহ হয় তাহলে জাভা / kotlin ভাল হবে। নেটওয়ার্ক সিকিউরিটি, সিকিউরিটি অটোমেট সহ অনেক কাজেই পাইথন সহায়ক হবে। ৩. আবারও বলি, উপরের লিস্ট থেকে সবগুলো প্রোগ্রামিং ভাষা জানার দরকার নেই। শুধুমাত্র আপনার আগ্রহ অনুযায়ী যেকোনোটা বেছে নিবেন। হ্যাকিং এবং প্রোগ্রামিং নিয়ে আমার আরেকটি উত্তর শেয়ার করছি। এটাও আপনাকে প্রাথমিক ধারণা পেতে সাহায্য করবে। লিংক : হ্যাকিংয়ের জন্য কি প্রোগ্রামিং শেখা প্রয়োজন? এ Ashraful Alim এর উত্তর
Rehena Khatun
renurekhena
411 Points

Popular Questions