Answered 2 years ago
হ্যাকিং সম্পর্কে আপনি নিশ্চই জানেন। হ্যাকিং হল কোনো সিস্টেমের সিকিউরিটি বাইপাস করা।
হ্যাকার হতে হলে আপনাকে অন্যের সিস্টেমের সিকিউরিটি বাইপাস করা শিখতে হবে; তাই তো :)
এখন নিশ্চয়ই কেউই চাই না, তার সিকিউরিটি বাইপাস করা যাক। তাইতো প্রচুর সিকিউর করেই সিস্টেম তৈরি করা হয়।
তাহলে আপনি চিন্তা করে দেখুন, কোন লেভেলের স্মার্ট হতে হবে, অন্যের সিস্টেমের সিকিউরিটি বাইপাস করার জন্য।
হ্যাকিং করার জন্য কোনো শর্টকাট উপায় খুজবেন না।
ফিশিং বা সোস্যাল ইঞ্জিনিয়ারিং শিখে বন্ধুদের মাত দিতে পারেন। কিন্তু সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে চাকরি পাবেন না।
প্রফেশনাল হ্যাকার হতে, একদম খুটিনাটি থেকে শুরু করুন। কষ্ট করতে দ্বিধা করবেন না।
হ্যাকার হতে হলে জানার বিষয় শিখুন:-
LINUX/UNIX সম্পর্কে ক্লিয়ার জ্ঞান থাকা চাই।
২-৩ টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকা দরকার [Python, C]।
নিজেকে হাইড করার পদ্ধতি জানতে হবে - VPN, VirtualBox এর সঠিক ব্যবহার।
ডাটাবেজ সম্পর্কে জ্ঞান।
নেটওয়ার্কিং সম্পর্কে জানা জরুরী।
Encryption & Decrepition
Critical Thinking
Computer Algorithm
হ্যাকিংকে পেশা হিসেবে নিতে হলে, এগুলো শেখার মাধ্যমে শুরু করুন। প্রতিনিয়ত নতুন কিছু try করুন।
admin publisher