Answered 2 years ago
হ্যাকিং করে ! মজার তাই না !
পৃথিবীতে তিন ধরণের হ্যাকার রয়েছে। এরা হলঃ
১। হোয়াইট হ্যাট হ্যাকার
হোয়াইট হ্যাট হ্যাকাররা বৈধভাবে কোম্পানির সাথে চুক্তিবদ্ধভাবে হ্যাকিং করে। তারা এর মাধ্যমে কোম্পানির সাইবার নিরাপত্তা আরও জোরদার করে। এরা কখনই অন্যায়ভাবে হ্যাক করে কারো ক্ষতি করে না। আর কোম্পানির নিরাপত্তা জোরদারের মাধ্যমে এরা বেশ বড় অঙ্কের অর্থও উপার্জন করে থাকে।
২। ব্ল্যাক হ্যাট হ্যাকার
এরা কোন কোম্পানি বা সংস্থার সাথে বৈধভাবে চুক্তিবদ্ধ নয়। এরা যখন যাকে ইচ্ছা সাইবার হামলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করে। তাছাড়া এদের একটা বড় অংশ ব্ল্যাক হ্যাট হ্যাকিং এর দুনিয়ায় নাম কুড়ানোর জন্য হ্যাক করার পর সেই সার্ভার বা ওয়েবসাইট এ তাদের হ্যাকার গ্রুপ এর নাম উল্লেখ করে দেয়। আবার অনেকে কম্পিউটার ভাইরাস তৈরি করে ইন্টারনেট এ ছড়িয়ে দেয়। পরে কোনভাবে আমরা সেগুলো ডাউনলোড করে রান করলে আমাদের ডিভাইস আক্রান্ত হয়ে যায় ও সবগুলো ফাইল এনক্রিপ্ট করে টাকা দাবি করে। এগুলো র্যান্সমঅয়্যার। বর্তমানে এগুলোর ছড়াছড়ি।
৩। গ্রে হ্যাট হ্যাকার
এরা মিশ্র স্বভাবের হ্যাকার। এরা একই সাথে ব্ল্যাক হ্যাট ও হোয়াইট হ্যাট উভয় ধরণের হ্যাকিং করে থাকে। মূলত এদের জন্য কোম্পানিগুলোর সবচেয়ে বেশি ক্ষতি হয়। কারণ এরা কোম্পানির অভ্যন্তরীণ শত্রু।
উল্লেখ্য পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার হিসেবে পরিচিত কেভিন মিটনিক এর কোডনেম হল "দা কন্ডর"। বর্তমানে তিনি মিটনিক সিকিউরিটি কোম্পানি পরিচালনা করেন।
পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার গ্রুপ হল এনোনিমাস।
Himel Ahmed publisher