হ্যাকাররা কি বিভিন্ন টুল বানায়? কিভাবে নিজের হ্যাকিং টুল বানাবো?

1 Answers   5.1 K

Answered 3 years ago

হ্যাকারদের ভিতর দুইটি ভাগ আছে (কারও কারও মতে)

১. কোডার: এরা মূলত হ্যাকিং এর টেকনিক গুলো এপ্লাই করে। আগে থেকে বানানো টুলস, ডিভাইসের উপযুক্ত ব্যবহার করে।

২. মেকার: এরা আসলে বিভিন্ন হ্যাকার টুলস বা ডিভাইস তৈরী করে থাকে। কোন হ্যাকিং এর প্রয়োজন অনুসারে বিশেষ ধরণের টুলস বা ডিভাইস তৈরীর কাজ মূলত এরাই সবটা করে।

( বহুল আলোচিত এডওয়ার্ড স্নোডেন এই টুলস মেকারের ভালো উদাহরণ। বিস্তারিত জানতে চাইলে উনাকে নিয়ে নির্মিত মুভিটি দেখতে পারেন)

তবে দক্ষ সিকিউরিটি এক্সপার্ট এই দুই ধরণের কাজেই অভিজ্ঞ থাকে। প্রয়োজন পড়লে ছোটখাট টুলস একা একাই বানাতে পারে।

কিভাবে টুলস বানাবেন ?

এটার আগে জিজ্ঞেস করুন, কেন বানাবেন ? কম্পিউটারের কাজ ই হলো repetative কাজ বা দ্রুত কাজ গুলো করে দেয়া, যা একজন মানুষ করতে গেলে - একঘেয়েমি আসতে পারে বা ধীরে হতে পারে।

টুলস ব্যবহারের উদ্দেশ্য হলো আমাদের কাজে গতি এনে দেয়া। একটা কিছুর নিরাপত্তা পরীক্ষা করতে গিয়ে বারবার একই কাজ করার চেয়ে সেই দায়িত্ব কম্পিউটারকে দেয়া, যাতে সে দ্রুত কাজ সম্পন্ন করে দেয়।

যা যা লাগবে:

  • ঠিক করুন কি কাজের জন্য টুলস বানাবেন
  • ওই কাজটা কিভাবে সম্পন্ন হয় সেটা নিয়ে স্টাডি করুন। যেমন ধরুন একটা ওয়াইফাই হ্যাকিং এর টুলস বানাবেন। এর আগে জেনে নিবেন ওয়াইফাই কিভাবে কাজ করে, রাউটার কিভাবে কাজ করে
  • পাইথন বা সি প্রোগ্রামিং দিয়েই অধিকাংশ টুলস লেখা হয়। যদি ওয়েব সাইটের জন্য বানাতে চান তাহলে পাইথন বা জাভাস্ক্রিপ্ট ভালো হবে।
  • প্রোগ্রামিং জানা থাকলে শুরুতেই মোটামুটি ধারণা হয়ে যাবে প্রোগ্রাম করা নিয়ে। তারপরও প্রোগ্রাম লেখার সময় বিভিন্ন লাইব্রেরী আর ডকুমেন্টেশন এর সাহায্য নেবেন। কেননা প্রোগ্রামের বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করার জন্য আগে থেকেই সহজ কিছু বানানো থাকলে কেন নিজে কষ্ট করবেন?
  • আর অবশ্যই, আপনি যেই টুলস বানাতে চান, সেটার মতো কাজ করে বা অনেকটা কাছাকাছি ধরণের কাজ করে, অন্যদের বানানো এমন টুলস গুলো দেখবেন। এতে করে আপনার নিজের টুলস বানানোর জন্য আইডিয়া পাবেন।
Imtiyaz Ahmed
imtiyazahmed
433 Points

Popular Questions