হোয়াটস অ্যাপে একজনের সাথে যত চ্যাট হয়েছে, সেইগুলি একসাথে পিডিএফ আকারে কি বের করা সম্ভব?

1 Answers   11.6 K

Answered 2 years ago

সম্ভব , যার সাথে চ্যাট করতেছেন, তার নামের উপর ক্লিক করলে বেশ কিছু অপশন আসে, সেখানে গিয়ে চ্যাট এক্সপোর্ট এর একটি অপশন পাবেন ।এই অপশন দিয়ে আপনার কনভার্সেশনগুলো আপ্নার ফোনে অথবা গুগল ড্রাইভে এক্সপোর্ট করতে পারবেন । এই এক্সপোর্টেড ফাইলটি সম্ভবত .txt ফাইল হিসেবে সেইভ হয় । আপনি চাইলে সেটা গুগল থেকে কোন পিডিএফ কনভার্টারে গিয়ে সেটা ফ্রি পিডিএফ কনভার্ট করতে পারবেন ।


Rafi Rayhan
rafirayhan
540 Points

Popular Questions