হোসেন শহীদ সোহরাওয়ার্দী তো অসুখে ভুগে মারা গিয়েছিলেন। ওনাকে "শহীদ" কেন বলা হয়?

1 Answers   7.5 K

Answered 2 years ago

বেচারার পিতা মাতা নাম রেখেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী।‌‌‌‌‌‌‌‌সে কারণে জীবদ্দশাতেই শহীদ হয়েছিলেন। মরণেও শহীদ। সারা জীবন শহীদ হিসেবে কাটিয়েছেন। সাধারণ জ্ঞানের বড্ড অভাব দেখা যাচ্ছে।

আর হ্যাঁ, তিনি অসুখ-বিসুখে ভুগে মারা যাননি। ১৯৫৮ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আয়ুব খান ক্ষমতা গ্রহণ করার পর তিনি বিদেশে একাকী নির্বাসিত জীবনযাপন করছিলেন। তিনি পরিচিত ছিলেন গণতন্ত্রের মানসপুত্র নামে।

লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে রহস্যজনকভাবে তাঁর মৃত্যু ঘটে। কেউ কেউ ধারণা করেন আইয়ুব খান গুপ্তচর লাগিয়ে তাঁকে হত্যা করার ব্যবস্থা করেন। তা যদি সত্য হয় তাহলে তিনি ডবল শহীদ, নামে শহীদ, মৃত্যুতেও শহীদ।

Ritu Khatun
ritukhatun
336 Points

Popular Questions