'হোসাইনি ব্রাহ্মণ' কারা? এবং কিভাবেই বা তাদের এমন নাম হলো?

1 Answers   5.5 K

Answered 1 year ago

ইতিহাস বলছে, ৬৮০ খ্রীষ্টাব্দে কারবালা যুদ্ধে, রাহাব দত্ত তাঁর সাত পুত্রকে বিসর্জন দিয়েছিলেন হজরত হুসেইন ইবন আলীর ছিন্ন মস্তক, ইয়াজিদের সৈন্যদের হাত রক্ষা করতে। রাহাব দত্ত ছিলেন মোহিয়াল ব্রাহ্মণ। রাহাব সিদ্ধ দত্ত ছিলেন ভারতীয়দের নেতা। বাগদাদের 'দায়ির - আল - হিন্দিয়া' (ভারতীয় বাসস্থান) এলাকায় তারা থাকতেন। ভারত থেকে আগত সৈন্যদের সাহায্যে ইমাম হুসেনের সেনাপতি, চল্লিশ দিন পর ইয়াজিদের হাত থেকে হজরত পৌত্রের ছিন্ন মস্তক উদ্ধার করেন। পরে এরা ফিরে এসে বর্তমান ভারত পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বসবাস শুরু করে, সেটা আনুমানিক ৭২৮ খ্রীঃ নাগাদ। এরা নিজেদের আধা হিন্দু আধা মুসলমান বলে, বৈদিক হিন্দু ও মুসলমান ধারা আজও অনুশীলন করে। বলে থাকে : ওয়াহ দত্ত্ সুলতান, হিন্দু কা ধরম, মুসলমান কা ইমান, আধা হিন্দু আধা মুসলমান। এই প্রসঙ্গে বলে রাখি যে সুনীল দত্ত ও সঞ্জয় দত্ত, এনারা হুসেইনি ব্রাহ্মণ।
Baby Naznin
babynaznin
565 Points

Popular Questions