Answered 2 years ago
আমার জীবনে আপাতত এমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, তবে আমার প্রফেশনের জন্য প্রায়ই আমায় অন্যত্র রাত্রিবাস করতে হয়,
আমি যেটা করে থাকি সেটাই আপনার সাথে শেয়ার করছি,
সর্ব প্রথমে রুমে ঢুকে আলো নিভিয়ে দেখবেন খাটের আশে পাশে, ফুলদানি থাকলে তার মধ্যে রাখা ফুল ও টিভির বডিতে কোনো লাল বা সবুজ আলো জ্বলছে কিনা,
কারন এগুলোর মধ্যেই সাধারণত ক্যামেরা লুকিয়ে রাখা থাকে,
ও রুমের ভিতরে রাখা আয়না ও বাথরুমের আয়নাতে ও রাখা থাকে এ ক্ষেত্রেও সহজে খুঁজে পাওয়ার উপায় আলো নিভিয়ে ফোনের টৌর্চ জালিয়ে লক্ষ্য করা কোনো লাল সবুজ আলোর বিন্দু দেখা যাচ্ছে কি না,
যদি না দেখা যায় তাহলে তো কোনো সমস্যা নেই,
আর যদি দেখেন তাহলে ঐ রুমে না থাকাই ভালো
এবং অবশ্যই রিসেপশনে গিয়ে অভিযোগ জানাবেন,
আমায় এই প্রশ্নের উত্তরদাতা হিসাবে অনুরোধ করার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏
ভালো থাকবেন
rayhanrafi publisher