Answered 2 years ago
হেলিকপ্টার মানি হচ্ছে কোনো দেশের অর্থনৈতিক মন্দার সময় অর্থনীতিকে গতিশীল করার জন্য জনগণের মাঝে বিতরণ করা নতুন মুদ্রিত বিপুল পরিমাণ অর্থ। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠে দেশের অর্থনীতি গতিশীল করার এক অপরিহার্য মাধ্যম। দেশে সুদের হার শুণ্য বা শুণ্যের কাছাকাছি এবং বাজেট ঘাটতি হলেও স্থায়ী সমাধানের জন্য এই পন্থা অবলম্বন করা হয়ে থাকে।
যেমন: ২০১৬ সালে দেশের অর্থনীতির গতি বাড়ানোর জন্য জাপান হেলিকপ্টার মানি ব্যবহার করেছিল।
ঠিক একই ভাবে এই করোনার জন্য মার্কিন প্রেসিডেন্ট প্রত্যেক আমেরিকানকে ১০০০ ডলার ক্যাশ দিবে; এইরকম একটা নিউজ হোয়াইট হাউস থেকে ১৭ মার্চ প্রকাশ করা হয়। এটাও হেলিকপ্টার মানি।
যদিও এই হেলিকপ্টার মানির ধারণা খুব প্রচলিত কিছু না, তবে অধিকাংশ অর্থনীতিবিদের মত: এটি অর্থনীতির জন্য ক্ষতিকর নয়। আবার অনেক অর্থনীতিবিদ যুক্তি দেখান যে, এটি অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার সম্ভাব্য সমাধান নয়।
হেলিকপ্টার মানির কিছু সাধারণ বৈশিষ্ট্য:
আসলে হেলিকপ্টার মানি একধরণের একমুখী কৌশল।
এটি অতিরিক্ত মুদ্রাস্ফীতি বাড়ায় এবং এতে করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক ক্ষতি হতে পারে।
হেলিকপ্টার মানি সংশ্লিষ্ট দেশের মুদ্রার অবমূল্যায়ন করে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সাময়িকভাবে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করে।
বর্তমান করোনায় লোকডাউনের সময় হেলিকপ্টার মানি দেশের অর্থনৈতিক বিকাশের জন্য এক আলোর দিশারী।
popykhatun publisher