হেপাটাইটিস বি টিকা দেওয়ার নিয়ম কী? কত টাকা খরচ হবে?

1 Answers   2.9 K

Answered 1 year ago

হেপাটাইটিস বি টিকা দেওয়ার আগে রক্ত পরীক্ষা করে আপনার নিশ্চিত হতে হবে যে আপনার শরীরে এই ভাইরাস নেই। হেপাটাইটিস বি টিকার দুইটি সিডিউল আছে- প্রথম সিডিউল- ০+১+৬ ০ মানে যখন আপনি দিবেন, ১ম ডোজ, তার ১ মাস পর ২য় ডোজ, তার ৬ মাস পর ৩য় ডোজ। দ্বিতীয় সিডিউল- ০+১+২+১২ এই সিডিউলে ১ ডোজ বেশী। ০ মানে যখন আপনি দিবেন, ১ম ডোজ। ১মাস পর ২য় ডোজ, ২ মাস পর ৩য় ডোজ, ১২তম মাসে বুস্টার বা ৪র্থ ডোজ। বিভিন্ন কোম্পানির টিকা পাওয়া যায়। দাম প্রতিটি ৫০০ থেকে ৬০০ টাকা। সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions