হেপাটাইটিস বি টিকা দেওয়ার আগে রক্ত পরীক্ষা করে আপনার নিশ্চিত হতে হবে যে আপনার শরীরে এই ভাইরাস নেই।
হেপাটাইটিস বি টিকার দুইটি সিডিউল আছে-
প্রথম সিডিউল- ০+১+৬
০ মানে যখন আপনি দিবেন, ১ম ডোজ, তার ১ মাস পর ২য় ডোজ, তার ৬ মাস পর ৩য় ডোজ।
দ্বিতীয় সিডিউল- ০+১+২+১২
এই সিডিউলে ১ ডোজ বেশী। ০ মানে যখন আপনি দিবেন, ১ম ডোজ। ১মাস পর ২য় ডোজ, ২ মাস পর ৩য় ডোজ, ১২তম মাসে বুস্টার বা ৪র্থ ডোজ।
বিভিন্ন কোম্পানির টিকা পাওয়া যায়। দাম প্রতিটি ৫০০ থেকে ৬০০ টাকা।
সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
tasnimahmed publisher