Answered 2 years ago
🔊 হেপাটাইটিসঃ লিভারের প্রদাহ বা inflammation কে হেপাটাইটিস বলে। এটার বিভিন্ন কারণ থাকে। যেমন-
১। ভাইরাস — Hepatitis A, B, C, E ইত্যাদি
২। ওষুধ
৩। টক্সিনসহ আরো অনেক কারণ।
হেপাটাইটিস এ জন্ডিস, জ্বর, পেটে ব্যাথা সহ নানারকম উপসর্গ থাকতে পারে।
🔊 এপেনডিসাইটিসঃ এপেনডিক্স এর প্রদাহ।
এপেন্ডিক্স হলো মানুষের পেটের নিচের দিকে ডান পাশে বৃহদান্ত্র এর সাথে ঝুলে থাকা একটি অংশ। এটিকে সাধারণ ভাবে অপ্রয়োজনীয় ভাবা হয়। কখনো কখনো এই অংশের ভিতরে মল ঢুকে যায় বা অন্যান্য বিভিন্ন কারণে এর প্রদাহ শুরু হয়। তখন রোগী পেটের নিচের দিকে ডান পাশে তীব্র ব্যাথা অনুভব করেন।
Minarul publisher