হুয়াওয়ের হারমনি ওএস কতটা সফল হতে পারবে বলে মনে করেন?

1 Answers   3.1 K

Answered 2 years ago

হুয়াওয়ের হারমনি ওএস আসলে লিনাক্সের এন্ড্রোয়েডের উপরই তৈরি করা। এন্ড্রোয়েড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, তাই চাইলে যে কেউ ব্যবহার করতে পারে। হুয়াওয়ে সেই সুযোগটাই নিয়েছে। কিন্তু এন্ড্রোয়েড নামটা ব্যবহার করতে পারছে না লাইসেন্স নেই বলে।

এটায় অনেকটা এপলের আই ফোনের ডিজাইনের সাথে সাদৃশ্য দেখা যায়। সবচেয়ে বড় সুবিধা হরমোনিওস একাধিক ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে এবং ফোন, কম্পিউটার, সুইচ, ডেটা সেন্টার, ড্রাইভিং ইত্যাদির মতো একসাথে সমস্ত বস্তুর সংযোগ করতে পারে।

এখন কথা হল এটা কতটা সফল হতে পারে?

এর উত্তর এখনই দেয়া যাচ্ছে না। আপনি বিভিন্ন সুবিধা দেখাতে পারেন, অন্যান্য ওএসের একচেটিয়া ব্যবসার অবসান হিসেবে দেখতে পারেন… কিন্তু বাস্তবতা ভিন্ন। হারমনি ওএস এখনও শুরুর স্তরেই আছে। এতে এখন অনেক বাগ বা ত্রুটি পাওয়া যাবে। ব্যবহারযোগ্য করে গড়ে তুলতে আরও সময়ের দরকার। পাশাপাশি এর এপস স্টোরও সমৃদ্ধ করা দরকার। না হলে কেউ ব্যবহার করবে না। ফোন কিনে যদি শান্তি না পান তাহলে সেটা কেন মানুষ কিনবে?

গুগলের মূল শক্তি হলো তাদের বিশাল এপস স্টোর, আর তারা একটা ইকোসিস্টেম গড়ে তুলেছে। যেমনঃ ভয়েস কমান্ড… আপনি ফোনকে যদি বলেন অমুক এপ টা খুলতে,আবহাওয়ার খবর জানাতে সে জানিয়ে দেবে, বৈদ্যুতিক বাতি, পাখা বন্ধ করাও সম্ভব। দূর থেকে কোনো বস্তুর নিয়ন্ত্রণও সম্ভব। এপলের আইফোনেরও ভালই এপস স্টোর আছে, ইকোসিস্টেম আছে। সিকিউরিটিও শক্ত। এসব ব্যাপার একসাথে কম সময়ে গড়ে তোলা অসম্ভব, গুগল বলুন আর এপল বলুন, কেউই একদিনে গড়ে ওঠেনি।তাই সময় আসলেই বোঝা যাবে হারমনি ওএস কতটা সফল হবে।

Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions