হুমায়ূন আহমেদ নাকি মুহম্মদ জাফর ইকবাল, কার লেখা বেশি ভালো লাগে?

1 Answers   5.3 K

Answered 2 years ago

এককথায় বললে ,দুজনের লেখাই ভালো লাগে ভীষণ !

আমার মতো এই প্রজন্মের যারা এখনো কিশোর ,তাদের একটা বড় অংশের বই পড়া শুরু জাফর ইকবাল স্যারএর বই দিয়ে।প্রথম প্রেম যেমন অতি অতি প্রিয় হয়,জাফর ইকবাল স্যারের লেখাও আমার কাছে তেমন।আর যেহেতু উনি বাচ্চাদের লেখক ,তাই,ওনার বই পড়তে দেখলে বাসায়ও কেউ কিচ্ছু বলে না। স্যারের লেখা দিয়ে শুরু করেছিলাম বলেই হয়তো বই পড়ার অভ্যাস তৈরী হয়েছিল।আমার চিন্তাধারা এবং রুচিবোধেও তাঁর ছাপ প্রবল। জাফর স্যারের বই পড়েই আমি বৈচিত্র্যের সৌন্দর্য অনুভব করতে শিখেছিলাম,শিখেছিলাম কিভাবে ভিন্নমতের মানুষের সাথে বেঁচে থাকতে হয়,সবার সাথে থেকেও স্বকীয় চিন্তাধারা পোষণ করতে হয়। বাংলাদেশের বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক হিসেবেও আমার মতে তিনিই সেরা।বিজ্ঞানী তো সবাই হয়না,কিন্তু তাঁর বইগুলো মানুষকে বিজ্ঞানমনস্কতার দিকে নিয়ে যায়। সেই সাথে কিশোর উপন্যাসগুলোতে তিনি উদ্দীপনা দেয়ার সাথে সাথে ভালো মন্দের প্রভেদটুকু ধরিয়ে দেন।আমার যখন মন মোটামুটি ভালো থাকে,অবসরে এখনো জাফর স্যারের বইই বেস্ট অপশন !ঠিক আচ্ছন্ন করে দেয়না,কিন্তু পুরো মনোযোগ বইয়ের মধ্যেই থাকে! আজকাল জাফর ইকবালের লেখা অবশ্য অনেকটাই একই ধাঁচের লাগে আমার কাছে।আগে থেকেই সবটা আন্দাজ করা যায়।

হুমায়ুন আহমেদের লেখার সাথে ভালোভাবে আমার পরিচয় লুকিয়ে,গোপনে। নিষিদ্ধের প্রতি দুর্নিবার আকর্ষণে আকৃষ্ট হয়ে মিসির আলীর বইগুলো শুরু করেছিলাম চতুর্থ শ্রেণীতে। তারপর থেকে নেশাসক্তের মতো গোগ্রাসে পড়েছি একের পর এক বই। চতুর্থ পঞ্চম শ্রেণীতে পড়া আশি শতাংশই বইই ছিল হুমায়ুন আহমেদের লেখা। বইগুলো ভীষণভাবে আচ্ছন্ন করে রাখতো,পড়া শেষ হওয়ার পরেও আমি কাহিনী থেকে বের হতে পারতাম না। কখন কেঁদে ফেলতাম বুঝতেও পারতাম না,পড়া শেষে গালে হাত দিলে শুধু চটচটে অনুভূত হতো। হুমায়ুন আহমেদ পড়ার জন্য সবচেয়ে প্রিয় সময় রাত ,মধ্যরাতে সবাই ঘুমানোর পর অনেক করার নাম করে বৃহন্নলা,অপেক্ষা আর হিমুর হাতে কয়েকটি নীল পদ্মের মতো বইগুলো পড়তাম। বইগুলো ভীষণভাবে আচ্ছন্ন করে রাখতো,পড়া শেষ হওয়ার পরেও আমি কাহিনী থেকে বের হতে পারতাম না। কখন কেঁদে ফেলতাম বুঝতেও পারতাম না,পড়া শেষে গালে হাত দিলে শুধু চটচটে অনুভূত হতো। হুমায়ুন আহমেদ পড়ার জন্য সবচেয়ে প্রিয় সময় রাত ,মধ্যরাতে সবাই ঘুমানোর পর অনেক করার নাম করে বৃহন্নলা,অপেক্ষা আর হিমুর হাতে কয়েকটি নীল পদ্মের মতো বইগুলো পড়তাম।

এখনো যখন ইচ্ছে করে চারপাশের সব জঞ্জাল থেকে বেরিয়ে কোথাও পালিয়ে যাই,হুমায়ুন আহমেদের বই তুলে নিই। ঘুম না আসা রাতে তথাকথিত অপসাহিত্যই আমার প্রিয়তম সঙ্গী !হুমায়ুনা আহমেদের বইয়ের কথা বলতে হলে আমার যে লাইনগুলো মনে হয়,

Jannatul Rabiya
jannatulrabiya
320 Points

Popular Questions