হুমায়ূন আহমেদ কি নাস্তিক ছিলেন?

1 Answers   2.4 K

Answered 2 years ago

না

সে তার আত্মজীবনীতে তার মেয়ের হিজাব পড়ার জন্য মাশাল্লাহ শব্দটি বলে।

সে তার আত্মজীবনীতে ইসলাম ও আস্তিকতার পক্ষে কথা বলেছেন(যেমন-প্রমাণ দিয়েছেন কুরআনে বিগ ব্যাং থিউরি আছে)

তিনি মহানবী(স) এর জীবনী লিখেছেন এবং আপনি সেটা পড়লে আপনার সব ভুল ধারণা দূর হয়ে যাবে।

আসলে বাংলাদেশের আলেম সমাজের কথা আর কি বলবো।বাংলাদেশে কত মানুষ না খেয়ে মরলো তা নিয়ে মাথাব্যাথা নাই মাথাব্যথা কারে কাফির ফাতোয়া দিতে পারলো।এইপর্যন্ত মিজানুর রহমান আজহারী থেকে জাকির নায়েক সবাইকে কাফির ফাতোয়া দেয়া শেষ আর এই হুমায়ূন আহমেদ কোন ছাড়।

তিনি এখন মারা গেছেন।সে কাফির না মুমিন সেটা বিচার করার জন্য পৃথিবী ও মহাবিশ্ব এর সেরা বিচারক ও সর্বজ্ঞানী আছেন।আপনার চিন্তা করার প্রয়োজন নেই।

আপনি না হয় ভাবুন আপনার বাসার সামনের ভিক্ষুক আজকে দুপুরে কি খেলো কিংবা আপনার মা বাবার সুস্থ আছেন কিনা।

Anitk Mahmud
antik
284 Points

Popular Questions